ভারতের মডেল অনুসরণ করছে বাংলাদেশ

ভারতের মডেল অনুসরণ করছে বাংলাদেশ

পাকিস্তান শাহিন্সের বিপক্ষে সিরিজ খেলতে আজ ঢাকা ছেড়েছে বাংলাদেশ এ দল। এই সিরিজের স্কোয়াডে তরুণ ক্রিকেটার যেমন আছেন, তেমনি আছেন মুশফিকুর রহিম-মুমিনুল হকদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও। যাদের আসন্ন পাকিস্তান সফরে বাংলাদেশের মূল দলেও জায়গা পাওয়ার বিষয়টি নিশ্চিত। 

মূল দলের পাকিস্তানের মাটিতে সিরিজের আগেই এ দলের পাকিস্তান সফর, এমন কিছু বাংলাদেশ ক্রিকেটে নতুন। তবে বিশ্ব ক্রিকেটে এমন কিছুর অস্তিত্ব আছে আগে থেকেই। জানালেন নির্বাচক আবদুর রাজ্জাক। 

এমন কথাই তিনি জানালেন দেশ ছাড়ার আগে। বললেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে আমাদের জাতীয় দল খেলতে যাবে, সেখানে আমাদের 'এ' দল আগে যাচ্ছে। যেটা সাধারণত আমরা দেখেছি ভারতীয় দল করে থাকে। যখনই কোনও দেশে জাতীয় দল যায়, তার আগে ওরা 'এ' দল পাঠিয়ে দেয়।'

মূল দলের কিছু খেলোয়াড়ের অনুশীলন, পাশাপাশি এ দলের পারফর্মারদের দিকেও চোখ রাখা হবে, ইঙ্গিত দিলেন আবদুর রাজ্জাক। তার ভাষ্য, ‘যদি এমন কেউ থাকে যে অনুশীলন করে দলে নেয়া যায়... তো আমাদের ক্ষেত্রেও কিছুটা ওরকম। অনেক ছেলের জন্য পাকিস্তানের কন্ডিশন নতুন হবে। যারা আপকামিং ওদের জন্য কন্ডিশনের পরীক্ষা দেয়া আমাদের প্রধান লক্ষ্য।’

পাকিস্তান সফরে বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচ তিন দিন করে পিছিয়ে গেছে আগেই। নতুন সূচিতে দুটি চার দিনের ম্যাচ হবে যথাক্রমে ১৩ ও ২০ আগস্ট। আর তিন ওয়ানডে হবে ২৬, ২৮ ও ৩০ আগস্ট।

সম্পর্কিত খবর