রাজনীতির প্রভাব ক্রিকেটে পড়ে না: আবদুর রাজ্জাক
শেষ চার দিনে বাংলাদেশের সামগ্রিক দৃশ্যটাই বদলে গেছে। শেখ হাসিনা সরকারের পতনের চেইন রিঅ্যাকশন দেখা যাচ্ছে সব জায়গাতেই। তবে দেশের ক্রিকেটে এর কোনো প্রভাব পড়বে বলে মনে করছেন না নির্বাচক আবদুর রাজ্জাক।
আজ বাংলাদেশ এ দল পাকিস্তান সফরের উদ্দেশ্যে দেশ ছেড়েছে। তার আগে আবদুর রাজ্জাক মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। সেখানেই তার দিকে ধেয়ে গিয়েছিল পরিবর্তিত পরিস্থিতিতে কাজ করার চ্যালেঞ্জটা কেমন, এই বিষয়ক প্রশ্ন।
তার জবাবে সাবেক এই বাঁহাতি স্পিনার বলেন, ‘আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ বলে কিছু নেই। প্রতিটি দিনই চ্যালেঞ্জিং। প্রতিটি সিরিজ, প্রতিটি খেলা আমাদের নতুনভাবে শুরু করতে হয়। আমি মনে করি, সবকিছুই চ্যালেঞ্জিং। এখন খুব একটা বাজে অবস্থায় নেই দেশের পরিস্থিতি। একটা অশান্তি ছিল দেখে আমাদের খেলা কিছুটা পিছিয়েছে।’
সরকার পতনের সঙ্গে সঙ্গে বিসিবিতে পুরোনো কিছু মুখকে সোচ্চার হতে দেখা যাচ্ছে। গত মঙ্গলবার যেমন কোয়াব কর্তা দেবব্রত পালের নেতৃত্বে একদল সংগঠককে দেখা গেছে বিসিবিতে সুদিন ফেরানোর দাবি তুলতে। তাতে গলা মিলিয়েছেন বর্তমানে নারী উইংয়ের পরিচালক হাবিবুল বাশার, সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে।
তবে মাঠের ক্রিকেটে এর প্রভাব পড়বে বলে মনে করছেন না আবদুর রাজ্জাক। তার ভাষ্য, ‘সাধারণত রাজনৈতিক কোনও প্রভাব আমাদের ক্রিকেটে পড়ে না। ক্রিকেট ক্রিকেটের গতিতে এগিয়ে যায়। সবগুলো খেলাই আসলে। ওটার সাথে চ্যালেঞ্জের কোনও কথা না। চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ক্রিকেটটাই। যখন আমরা যেখানে খেলতে যাই সেটাই আমাদের জন্য চ্যালেঞ্জিং।’