রেকর্ডের প্রাপ্তিতে ছেয়ে আছেন শামি

রেকর্ডের প্রাপ্তিতে ছেয়ে আছেন শামি

বর্তমানে শামি যে রকম পারফরম্যান্স দেখিয়ে চলেছেন তাতে সবার মনেই এক প্রশ্ন যে তাকে প্রথম ম্যাচ থেকেই কেন নামাল না ভারত। তাহলে হয়তো উইকেটের ঝুলিটা আরো অনেক বেশি ভারী হতে পারতো তার। ভারতের হয়ে এবারের বিশ্বকাপ আসরে পঞ্চম ম্যাচে একাদশে নামার সুযোগ পান মোহাম্মদ শামি, তাতেই নিজের জাত চিনিয়েছেন তিনি।

মুম্বাইয়ে গতকাল (বৃহস্পতিবার) শ্রীলঙ্কার বিপক্ষে ৩০২ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে ভারত। দলগত ৫৫ রানেই লঙ্কান ব্যাটারদের সাজঘরে ফেরান ভারতের বোলাররা। তাদের মধ্যে একাই ৫ উইকেট নিজের নামে করেছেন শামি, হয়েছেন ম্যাচসেরা। এবারের বিশ্বকাপে দ্বিতীয়বার নিজের পাঁচ উইকেট শিকার করার ব্যক্তিগত রেকর্ড করলেন ডানহাতি এই পেসার।  

এবারের বিশ্বকাপে  দুইবার ৫ টি করে উইকেট নিয়ে দুবারই ম্যাচসেরার পুরষ্কার জিতেছেন তিনি। ভারতের হয়ে কোনো বোলারই দুইবারের বেশি এই পুরষ্কার পাননি। শামির চেয়ে বেশিবার ম্যাচ সেরা হয়ে পুরস্কার জেতা বোলার একজনই রয়েছেন, তিনি হলেন গ্লেন ম্যাকগ্রা (৬ বার)। এছাড়াও চামিন্দা ভাস, লাসিথ মালিঙ্গাও তিনবার করে পেয়েছেন এই পুরষ্কার।

বিশ্বকাপে ভারতের হয়ে ইতিমধ্যেই সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন শামি। ফাইনাল ও সেমিফাইনাল সহ হিসেব করলেও ভারতের এখনো বাকি রয়েছে চারটি ম্যাচ। প্রত্যেক ম্যাচেই যদি একাদশে শামি সুযোগ পান তাহলে তার এই রেকর্ডের ঝুলি যে আরো ভারি করবেন এই বিষয়ে সন্দেহ নেই। ওয়ানডে ক্রিকেটে শামির চতুর্থ ৫ উইকেট ছিলো এটি। ভারতের হয়ে যেকোনো এক ম্যাচে তিনিই এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেছেন। এর আগে তিনবার করে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে হারভাজন সিং ও শ্রীনাথের।

সম্পর্কিত খবর