‘নিরাপদে আছি’, জানালেন লিটন 

‘নিরাপদে আছি’, জানালেন লিটন 

ছাত্র-জনতার আন্দোলনের তোপে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। যার পর থেকেই দেশজুড়ে আওয়ামী লীগের অনেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাড়িতে হামলা চালান বিক্ষুব্ধরা। হামলা হয়েছে মাশরাফি বিন মুর্তজার বাড়িতেও। দুষ্কৃতকারীরা মাশরাফির নড়াইলের বাড়িতে লুটপাট করে আগুনও ধরিয়ে দেয়। তবে এই খবর ভারতীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়ে আরেক ক্রিকেটার লিটন দাসের বাড়ি পোড়ানোর ঘটনা হিসেবে। 

এদিকে দেশেও এমন গুজব ছড়িয়ে পড়ে হামলা হয়েছে লিটন দাসের বাড়িতে। যা স্বাভাবিকভাবেই ইঙ্গিত করছিল সাম্প্রদায়িক দাঙ্গার এবং সবশেষ কয়েক দিনে এমন ঘটনার রেশ মিলেছে অনেকখানেই। সেই বিষয়টিই পরিষ্কার করতে এবার নিজেই মুখ খুললেন লিটন। জানালেন, পরিবার নিয়ে নিজ বাড়িতে নিরাপদেই আছেন তিনি। 

নিজের ফেসবুক অ্যাকাউন্টে আজ (শুক্রবার) দুপুরে এক পোস্টে বিষয়গুলো নিয়ে মুখ খোলেন লিটন। 

লিটনের ফেসবুক পোস্টের লিখাগুলো নিচে হুবুহু তুলে ধরা হলো। 

‘প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনো সত্যতা নেই। কেউ এইসব গুজবে কান দিবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি। আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুরবাসীসহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করবো ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকবো এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখবো এই দেশটাকে। কারণ দেশটা আমাদের সবার।’

সম্পর্কিত খবর