নিরাপত্তা ইস্যুতে সেনাবাহিনী প্রধানের কাছে বিসিবির চিঠি
শপথ গ্রহণের মধ্যে দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশে শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা। যার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ড. মুহাম্মদ ইউনূস। অলিম্পিকের মঞ্চ দিয়ে যার পরিচয় অনেক আগেই বিশ্ব ক্রীড়াঙ্গনে সমাদৃত। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শঙ্কায় আছে আগামী অক্টোবরে দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে।
টুর্নামেন্ট চলাকালে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিসিবির কাছে জানতে চেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারই সূত্র ধরে, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত প্রসঙ্গে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কাছে চিঠি দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
বিসিবির পক্ষ থেকে সেনাবাহিনীর প্রধানের কাছে চিঠিটা দিয়েছেন বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। সরকার পদত্যাগের সূত্র ধরে রাজনীতিতে জড়িত ক্রীড়া সংশ্লিষ্টদের অনেকেই যখন আছেন আড়ালে সেখানে টুর্নামেন্ট আয়োজন ও সেখানকার নিরাপত্তা নিয়ে বেশ দোটানায় আছে বিসিবি।
এই প্রসঙ্গে ক্রিকেট বিশ্লেষণ বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইফতেখার আহমেদ মিঠু বলেন, টুর্নামেন্টটি আয়োজন করার জন্য আমারা চেষ্টা করছি। সত্যি বলতে আমরা খুব বেশি লোক দেশে নেই। বিশ্বকাপের জন্য নিরাপত্তা চেয়ে সেনাপ্রধানকে চিঠি দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের হাতে আর মাত্র দুই মাস সময় আছে।
নিরাপত্তার বিষয়টি যখন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তখন সেনাপ্রধানের সঙ্গে কথা বলেই আইসিসিকে সামগ্রিক বিষয় জানাতে চায় বিসিবি এই পরিচালক। আইসিসি আমাদের সঙ্গে দুই দিন আগে যোগাযোগ করেছিল। আমরা তাদের বলেছি দ্রুত সময়ের মধ্যে জানাব। আজকে (গতকাল বৃহস্পতিবার) অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তবুও তাদেরকে নিশ্চয়তা দিতে হবে। এটা আমরা দিতে পারব না, এটা আইনশৃঙ্খলা বাহিনীকে দিতে হবে। এজন্য সেনাপ্রধানকে চিঠি দিয়েছি।
সূচি অনুযায়ী ৩ অক্টোবর থেকে শুরু হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১০ দল নিয়ে এই আসর চলবে ২০ অক্টোবর পর্যন্ত। এদিকে বাংলাদেশের সামগ্রিক অবস্থা মাথায় রেখে ইতিমধ্যেই বিকল্প ভেন্যু হিসেবে আরব আমিরাত, শ্রীলঙ্কা ও ভারতকে ভেবে রেখেছে আইসিসি।