কোভিড নিয়েই ব্রোঞ্জ জিতলেন লাইলস, ২০০ মিটারে সোনা টেবেগোর 

কোভিড নিয়েই ব্রোঞ্জ জিতলেন লাইলস, ২০০ মিটারে সোনা টেবেগোর 

প্যারিস অলিম্পিকের দ্রুততম মানব নোয়াহ লাইলস। গত রোববার ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে জ্যামাইকার কিশানে টম্পসনকে সেকেন্ডের হাজারের ঘরের ব্যবধানে ছাড়িয়ে সোনা জেতেন এই যুক্তরাষ্ট্রের তারকা দৌড়বিদ। এতেই তার নজর ছিল ট্রেবলে, ২০০ মিটার ও ৪x১০০ মিটারেও সোনা জেতার। তবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সেই স্বপ্ন শেষ হয় লাইলসের। কোভিড পজিটিভ আসায় তার অলিম্পিক যাত্রাও এখানে শেষ বলে জানিয়েছেন তিনি। 

লাইলসের কোভিড পজিটিভ আসে গত মঙ্গলবার। এর দুই দিন বাদে গতকাল কোভিড নিয়েই গতকাল (বৃহস্পতিবার) অংশ নেন ২০০ মিটারের ফাইনালে। সেখানে অসুস্থ শরীর নিয়েই জিতলেন ব্রোঞ্জ। 

এদিকে এই ইভেন্টে ১৯ দশমিক ৪৬ সেকেন্ড সময় সোনা জেতেন বতসোয়ানার লেটসিলে টেবোগো। ১০০ মিটারের ফাইনালে তিনি হয়েছিলেন ষষ্ঠ। তবে ২০০ মিটারে সবাইকে ছাড়িয়ে গেলেন ২১ বছর বয়সী এই তরুণ অ্যাথলেট। 

একই ইভেন্টে  ১৯ দশমিক ৬২ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের বেডনারেক কেনেথ এবং লাইলস সময় নেন ১৯ দশমিক ৭০ সেকেন্ড। 

এই পদক জয়ের পরই অলিম্পিকের যাত্রা এখানেই শেষ জানিয়ে ঘোষণা দেন লাইলস। ইনস্টাগ্রামে এক পোস্টে নিজের সর্বশেষ অবস্থা জানিয়ে এই মার্কিন অ্যাথলেট লিখেন, ‘২০২৪ অলিম্পিকে আমার যাত্রা এখানেই শেষ। যেমন অলিম্পিকের স্বপ্ন আমি দেখেছি, এটা তেমন ছিল না, তবে অনেক আনন্দ পেয়েছি।’

সম্পর্কিত খবর