উপদেষ্টা আসিফকে বিসিবির অভিনন্দন 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৮:০০ পিএম | ০৯ আগস্ট, ২০২৪

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বে ১৬ জন উপদেষ্টা নিয়ে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল (বৃহস্পতিবার) শপথ গ্রহণের মধ্যে দিয়ে অফিশিয়ালি যাত্রা শুরু হয়েছে তাদের। এরপর আজ (শুক্রবার) জানা গেল কে থাকছে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে। সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 

মন্ত্রীপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো পরপরই এক বিবৃতিতে উপদেষ্টা আসিফকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

কেবল ২৬ বছর বয়সেই গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পান আসিফ। তবে বিসিবির বিশ্বাস তারুণ্যের হাত ধরেও সঠিক দিক নির্দেশনা পাবের দেশের ক্রিকেট বোর্ড। নিজেদের ওয়েবসাইটে এক অফিশিয়াল বিবৃতিতে বিসিবি জানায়, বিসিবি বিশ্বাস করে যে, ক্রীড়াঙ্গনের অগ্রগতিতে জনাব ভূঁইয়ার একাগ্রতা এবং প্রতিশ্রুতি তার নতুন ভূমিকাকে অনন্য নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশন দেবে।’

এদিকে ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনেও সক্রিয় ছিলেন আসিফ। পরে এবারের কোটা আন্দোলনেও ছিলেন অন্যতম সমন্বয়ক। 

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর শ্রেণিতে পড়ছেন তিনি। এই বিভাগ থেকেই সম্পন্ন করেছেন অনার্স। 

খেলার দুনিয়া | ফলো করুন :