বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই কি ফিরছেন শামি? 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৮:৩৬ পিএম | ০৯ আগস্ট, ২০২৪

ঘরের মাটিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি। বিশ্বকাপের চার ম্যাচ পর একাদশে সুযোগ পেয়েও শেষ পর্যন্ত আসরের সর্বোচ্চ ২৪টি উইকেট শিকার করেছিলেন তিনি। তার পেসের এই নতুন উদ্ভাবনে দারুণ কিছুর আশাতেই ছিল ভারত। তবে চোটের থাবায় ছিটকে যান দীর্ঘদিনের জন্য। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের বিশ্বাস আসন্ন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই মাঠে ফিরবেন শামি। 

বাংলাদেশের বিপক্ষে সেপ্টেম্বরে ঘরের মাটিতে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সিরিজটির শুরু টেস্ট দিয়েই। প্রথম টেস্টটি শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর, চেন্নাইয়ে। সেই টেস্ট দিয়েই হয়তো দীর্ঘ ১০ মাসের মাঠের ফেরার অপেক্ষার অবসান ঘটবে শামির। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে পায়ে সফল অস্ত্রোপচারের পর বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন শামি। শামির মাঠে ফেরা নিয়ে এক প্রতিবেদনে ক্রিকেট বিশ্লেষণ বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানায়, চোট থেকে ফিরে গত মাসে তিনি (শামি) প্রথমবারের মতো বোলিং করেছেন। বোলিংয়ের সময় চোটাক্রান্ত স্থানে কোনো রকম ব্যথা অনুভব করেননি। এতে ধীরে ধীরে বাড়াচ্ছেন বলের গতিটাও।

এদিকে শামির প্রসঙ্গে বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজির আগারকার বলেন, ‘শামি বোলিং শুরু করেছে, যা ভালো লক্ষণ। (বাংলাদেশের বিপক্ষে) ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট শুরু। ওই সময়ের মধ্যে শামিকে ফেরানো সব সময় আমাদের লক্ষ্য ছিল। আমি জানি না ফেরার জন্য তাকে কত দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। এনসিএর কাছ থেকে জানতে হবে।’

এই মৌসুমে ভারত ঘরের মাটিতেই টেস্ট খেলবে পাঁচটি। বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর তিন ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে নামবে কোহলিরা। এতেই সামনের গুরুত্বপূর্ণ সিরিজগুলোকে সামনে রেখে শামির দ্রুতই দলে ফেরায় মরিয়া ভারত ক্রিকেট।

খেলার দুনিয়া | ফলো করুন :