ব্রোঞ্জ জিতেই প্যারিসে ইতিহাস গড়লেন উইনার

ব্রোঞ্জ জিতেই প্যারিসে ইতিহাস গড়লেন উইনার

অলিম্পিকে শরণার্থী দলের শুরুটা ২০১৬ আসর দিয়ে। এই বছরের প্যারিস অলিম্পিকেও আছে এই দলের ৩৭ অ্যাথলেট। তবে আগের দুই অলিম্পিকের আসরে কোনো পদক পাননি এই দলের কোনো ক্রীড়াবিদ। সেই খরা কাটিয়ে রীতিমত ইতিহাস বনে গেলেন সিনডি উইনার জাঙ্কু এনগ্যাম্বা। জিতেছেন ব্রোঞ্জ, তবে সেটিই যে অলিম্পিকের শরণার্থী দলের প্রথম কোনো পদক।

বক্সিংয়ে মেয়েদের ৭৫ কেজিতে ব্রোঞ্জ জেতেন উইনার। পানামার আথেইনা বিবেইচি বাইলনের কাছে ৪-১ ব্যবধানে হেরে যান ২৫ বছর বয়সী এই অ্যাথলেট। তবে বক্সিংয়ের নিয়ম অনুযায়ী সেমিতে হেরে যাওয়া দুই প্রতিযোগীই পান ব্রোঞ্জ।

অলিম্পিকে এই দলটি পরিচালনা করে থাকে খোদ অলিম্পিক অ্যাসোশিয়েশন।

১৫ বছর ধরে উইনার বাস করছেন ইংল্যান্ডে। তার জন্মটা ক্যামেরুনে। তবে সমকামিতার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তাকে হুমকি দেওয়া হয়েছিল নির্বাসনে পাঠানোর। এতেই নিজ দেশ ত্যাগ করেন তিনি। সেই উইনারের হাত ধরে কোনো দেশ পদক না পেলেও নিজেকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়।

সম্পর্কিত খবর