৮ গোলের রোমাঞ্চ শেষে অলিম্পিকের সোনাজয় স্পেনের
পেন্ডুলামের মতো দুলেছে ম্যাচটা। একবার ফ্রান্স তো একবার স্পেন। ফুটবল গোলের খেলা, এই ম্যাচে গোলও হলো একগাদা। যোগ করা অতিরিক্ত সময়ে গড়ানো এই ফাইনালে দেখা মিলল ৮ গোলের। এমন রোমাঞ্চের ম্যাচটা শেষে শেষ হাসিটা হাসল স্প্যানিশরা, জিতল ৫-৩ গোলে। তাতে ৩২ বছর পর ফুটবলে অলিম্পিকের সোনা গেল স্পেনের ঘরে।
পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সে আজ শুরুতে অবশ্য ফ্রান্সই এগিয়ে গিয়েছিল। স্পেন গোলরক্ষক আরনাউ তেনাসের ভুলের সাজাটা দেন ফরাসি স্ট্রাইকার এনজো মিলো। তবে স্পেন তার জবাব দেয় সহসাই। ম্যাচের ১১ মিনিটে গোল হজমের পরই জ্বলে ওঠে রীতিমতো। পরের ১৭ মিনিটে এলো একে একে তিনটি গোল।
শুরুটা হয় ফেরমিন লোপেজকে দিয়ে। ১৮ মিনিটে ভালো এক আক্রমণ শেষে দারুণ এক শটে স্পেনকে সমতায় ফেরান বার্সেলোনা মিডফিল্ডার। এরপর দলকে এগিয়ে দেওয়ার কাজটাও করেছেন তিনিই। ২৫ মিনিটে তিনিই করেন গোলটা। ২৮ মিনিটে অ্যালেক্স বেনার ফ্রি কিক থেকে করা চমৎকার এক গোলে মনে হচ্ছিল ম্যাচটা বুঝি বের করেই ফেলল স্পেন।
তবে ভুলটা ভাঙল ম্যাচের ৭৮ মিনিটে। ২০২২ বিশ্বকাপ ফাইনালের কথা মনে আছে? কেমন করে ম্যাচের ৮০ মিনিটের পর ম্যাচের চিত্রটা বদলে দিয়েছিল ফ্রান্স? দিল আজও। ৭৮ মিনিটে গোল করে বসলেন মেগঁ আখলুশের গোলে ম্যাচে ফেরে দলটা। যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল পেয়ে যান জঁ-ফিলিপ মাতেতা। আর তাতেই খেলাটা গড়ায় অতিরিক্ত সময়ে।
সেখানে স্পেন এগিয়ে গেল ম্যাচের ১০০তম মিনিটে। গোলরক্ষককে একা পেয়ে দারুণ এক চিপে সার্জিও কামেলো স্পেনকে দেন এগিয়ে। এরপর দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে করা তার আরও এক গোল সব অনিশ্চয়তা দূর করে দেয় ম্যাচের। স্প্যানিশরা ইউরোর পর এবার অলিম্পিকেরও চ্যাম্পিয়ন বনে যায়।
অলিম্পিকে স্পেনের একমাত্র সোনাটা এসেছিল ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে। তার ৩২ বছর পর এবার স্পেন আবারও চ্যাম্পিয়ন হলো অলিম্পিকের।