বক্সিংয়ের সোনার পদক উঠল সেই ইমানে খেলিফের গলায়
ইমানে খেলিফকে মনে আছে? অলিম্পিক নারীদের বক্সিংয়ে শেষ ষোলোর ইতালিয়ান অ্যাঞ্জেলা ক্যারিনির বিপক্ষে ম্যাচের পর যা লিঙ্গ নিয়ে বিতর্ক বেধে গিয়েছিল? গত রাতে সেই তিনিই জিতেছেন বক্সিংয়ের সোনার পদক।
অলিম্পিকে তার ও তাইওয়ানের লিন য়ু তিংয়ের অংশ নেওয়া নিয়ে বেশ কথা হয়েছে শেষ কয়েক দিনে। কারণ তাদের শরীরে পুরুষ ক্রোমোজোমের উপস্থিতি মেলায় দুজনকেই গেল বছর বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া থেকে বঞ্চিত করা হয়।
তবে আইওসি সে নিয়মের ধার ধারেনি। আইবিএফের দেওয়া নিয়ম না মানায় এই প্রতিযোগিতাটি আইবিএফের স্ট্যাটাসও হারিয়েছে। সে কারণেই এই প্রতিযোগিতায় খেলিফ আর লিন অংশ নিতে পারেন।
এরপর বিতর্ক শুরু হয় প্রতিযোগিতা শুরুর পর। খেলিফ শেষ ষোলোর ম্যাচে জেতেন মাত্র ৪৬ সেকেন্ডে। ইতালির অ্যাঞ্জেলা ক্যারিনি দ্রুতই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন। এরপর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, হ্যারি পটার খ্যাত লেখিকা জে কে রাউলিং এর প্রতিবাদ করেন। আইবিএফও প্রতিবাদ জানায়।
তবে তার ছাপ খেলিফের খেলাতে পড়েনি। তিনি তার মতোই এগিয়েছেন। গত রাতে সোনার পদকের ম্যাচে তিনি হারান চীনের ইয়াং লিউকে।
তাতে ইতিহাসও গড়া হয়ে যায় তার। আলজেরিয়ার প্রথম নারী হিসেবে অলিম্পিক বক্সিংয়ে সোনার পদক জেতার কীর্তি গড়েন তিনি। ১৯৯৬ আটলান্টা অলিম্পিক বক্সিংয়ে সোনা জিতেছিলেন দেশটির পুরুষ বক্সার হোসাইন সুলতানি। তারপর বক্সিং ইভেন্টে এবারই প্রথম গেল আলজেরিয়ায়।