মহারাজের স্পিনে ত্রিনিদাদ টেস্টের তৃতীয় দিনটাও প্রোটিয়াদের
ত্রিনিদাদ টেস্টের তৃতীয় দিনেও হেনেছে বৃষ্টির বাঁধা। সেখানে নিজেদের প্রথম ইনিংসে ৩৫৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। পরে ব্যাটিংয়ে নেমে দারুণ ছন্দে এগোচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যাটাররা। দলীয় ১১৪ রানের মাথাতেও স্বাগতিকরা উইকেট হারিয়েছিল স্রেফ একটি। তবে কেশভ মহারাজের স্পিন ঘূর্ণিতে শেষ পর্যন্ত স্বস্তি নিয়েই দিন শেষ করল সফরকারীরা। তৃতীয় দিনের খেলা শেষে ৪ উইকেটে ক্যারিবীয়দের সংগ্রহ ১৪৫ রান।
চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামার আগে ক্যারিবীয়রা পিছিয়ে আছে ২১২ রানে। হাতে আছে ৬ উইকেট।
দলীয় ১১৪ রানের মাথায় রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন স্বাগতিকদের অধিনায়ক ও ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট। তার ব্যাট থেকে আসে ৩৫ রান। বাকি তিন উইকেটই পেয়েছেন মহারাজ।
এদিকে ত্রিনিদাদ টেস্টের শুরুটাও হয়েছিল বৃষ্টি বাঁধা দিয়েই। টসে জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম দিনে স্রেফ ১৫ ওভার খেলতে পেরেছিল প্রোটিয়ারা। সেখানে ১ উইকেটে তাদের সংগ্রহ ছিল ৪৫ রান।
পরে দ্বিতীয় দিনে বৃষ্টি না থাকেলও ভেজা আউটফিল্ড দিয়েছে কিছুটা বাগড়া। তবে এদিন হয়েছে পুরো সময়ের খেলা। যেখানে দিন শেষে প্রোটিয়াদেড় খাতায় ওঠে ৮ উইকেটে ৩৪৪ রান। পরে শেষ পর্যন্ত প্রথম ইনিংসে সংগ্রহ দাঁড়ায় ৩৫৭ রানে। দলীয় সর্বোচ্চ ৮৬ রান এসেছে অধিনায়ক টেম্বা বাভুমার ব্যাটে। এছাড়া টনি ডি জর্জি করেন ৭৮ রান। ক্যারিবিয়দের হয়ে সেখানে সর্বোচ্চ ৪ উইকেট নেন জোমেল ওয়ারিকেন।
এদিকে চতুর্থ দিনেও মহারাজের স্পিন বেশ শক্ত চ্যালেঞ্জই জানাল স্বাগতিকরা। ২২ গজে দিনের শুরুতে ব্যাট হাতে নামবেন কাভেজ হজ ও জেসন হোল্ডার। এদিকে পেস আক্রমণ কিছুটা ফিকে থাকায় তৃতীয় দিনের শেষ দিকে এইডেন মার্করামকেও স্পিনে আক্রমণে ভেড়ান বাভুমা।
সংক্ষিপ্ত স্কোরকার্ড: (তৃতীয় দিন শেষে)
দক্ষিণ আফ্রিকা, ১ম ইনিংস: ৩৫৭/১০ (১১৭.৪ ওভার) (বাভুমা ৮৬, জর্জি ৭৮, মুলডার ৪১*; ওয়ারিকেন ৪/২২, সিয়েলস ৩/৫৭, রোচ ২/৫৩)
ওয়েস্ট ইন্ডিজ, ১ম ইনিংস*: ১৪৫/৪ (৬৭ ওভার) (কার্টি ৪২, ব্রাথওয়েট ৩৫; মহারাজ ৩/৪৫)