পাকিস্তানে পৌঁছে গেছেন মুশফিকরা
পাকিস্তানের মাটিতে আজ সিরিজ শুরু হয়ে যাওয়ার কথা ছিল বাংলাদেশ এ দলের। কিন্তু দেশের পরিস্থিতির কারণে সিরিজের প্রতিটা ম্যাচ পিছিয়ে গেছে তিন দিন করে। বাংলাদেশ এই সিরিজ খেলতে ঢাকা ছেড়েছিল গতকাল দুপুরের দিকে। যাত্রার প্রায় এক দিন পর আজ ইসলামাবাদে পৌঁছে গেছে মুশফিকুর রহিম-মুমিনুল হকদের নিয়ে গড়া বাংলাদেশ এ দল।
বাংলাদেশ থেকে পাকিস্তানের সরাসরি কোনো বিমান ব্যবস্থা নেই। ফলে বাংলাদেশ দলের যাত্রাটা দীর্ঘায়িত হয়েছে বেশ। ঢাকা থেকে দুবাই হয়ে এরপর ইসলামাবাদে পৌঁছেছে দলটি।
এই দলে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, এনামুল হকদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের সিরিজ আছে দিনকয়েক পরই। সেই সিরিজের প্রস্তুতির জন্য বাড়তি সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
এদিকে পাকিস্তান শাহিন্সের দলটাও কম শক্তিশালী নয়। বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানকে এই দলে রেখেছে পিসিবি। তাদের উদ্দেশ্যও একই।
দুই দলের এই সিরিজ শুরু হবে আগামী ১৩ আগস্ট। সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচটা হবে ২০ আগস্ট। এরপর ২৬, ২৮ ও ৩০ আগস্ট হবে তিনটি ওয়ানডে।