নাটকীয়তার পর আজ হবে বাংলা টাইগার্স-টরন্টোর ম্যাচ
বাংলা টাইগার্সকে গ্লোবাল টি-টোয়েন্টি থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েই দিয়েছিল কর্তৃপক্ষ। তবে সে সিদ্ধান্ত উলটে গেছে কিছুক্ষণ পরই। নানা নাটকীয়তার পর আজ আবার মাঠে গড়াবে বাংলা টাইগার্স মিসিসাগা আর টরন্টো ন্যাশনালসের এলিমিনেটর ম্যাচটা।
গ্লোবাল টি-টোয়েন্টির গ্রুপ পর্ব শেষে তৃতীয় হয়ে এলিমিনেটরে এসেছে সাকিব আল হাসান-শরিফুল ইসলামের দল বাংলা টাইগার্স। এদিকে টরন্টো ন্যাশনালস এই মঞ্চে এসেছিল চতুর্থ হয়ে। দুই দলের গ্রুপ পর্বের খেলাতেও শেষ হাসিটা সাকিবের দলই হেসেছে।
গতকাল বিরূপ আবহাওয়ার কারণে সে ম্যাচটা মাঠে গড়াতে পারেনি। যার ফলে পয়েন্ট টেবিলে আর হেড টু হেডে এগিয়ে থাকায় বাংলা টাইগার্সেরই যাওয়ার কথা কোয়ালিফায়ারে। কিন্তু ম্যাচ অফিসিয়ালদের প্রস্তাবটা ছিল উল্টো। তারা দুই দলকে একটা সুপার ওভার খেলার প্রস্তাব দেন। যা সাকিবরা প্রত্যাখ্যান করেন।
আইসিসির নিয়মানুসারে কোনো টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার জন্য নিদেনপক্ষে ৫ ওভার করে খেলতে হবে। সেটা না হলে খেলা পণ্ড হবে। গতকালকের ম্যাচে সে পরিস্থিতি ছিল না। তবে শেষে এক ওভারের ম্যাচ দিয়ে খেলার ফল বের করতে চেয়েছিলেন আম্পায়ার ও ম্যাচ রেফারি; যা আইসিসির নিয়ম বিরুদ্ধ। এই নিয়ম মানেনি বাংলা টাইগার্স। যে কারণে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডার অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানানো হয় টরোন্টো উঠেছে কোয়ালিফায়ারে, বাংলা টাইগার্স বিদায় নিয়েছে।
তবে সে পোস্ট মুছে দেওয়া হয় কিছুক্ষণ পরেই। দুই পক্ষকে সঙ্গে নিয়ে আলোচনায় বসে ক্রিকেট কানাডা। সেটা শেষে সিদ্ধান্ত আসে ম্যাচটা আবারও দুই দলের মধ্যে। ম্যাচটি হবে ১০ ওভারের।