উপদেষ্টা আসিফের কাছে যে দাবি রাখলেন সাইফউদ্দিন

  • নিউজরুম এডিটর
  • ০৪:৪২ পিএম | ১০ আগস্ট, ২০২৪

সরকারের নতুন উপদেষ্টাদের কাছে সব ক্ষেত্রেই পরিবর্তন আনার জোর দাবি জানিয়েছেন দেশের জনগণ। খুব স্বাভাবিকভাবে ক্রীড়াঙ্গনেও এর প্রভাব স্পষ্ট। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করতে নিজের সর্বোচ্চটা করবেন বলে জানিয়েছেন এই বিভাগের নতুন উপদেষ্টা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেছেন। তার পরদিনই অন্যান্য উপদেষ্টারা নিযুক্ত হন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে। যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

নতুন দায়িত্ব পাওয়ার পর সর্বমহল থেকে শুভকামনা ও অভিনন্দন বার্তা পান আসিফ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তাকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন এবং স্বাগতম জানায়। জাতীয় দলের খেলোয়াড়রাও তার প্রশংসায় কথা বলেন।

জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন আসিফকে অভিনন্দন জানানোর পাশাপাশি কিছু দাবিও তুলে ধরলেন। নিজের অফিসিয়াল ফেসবুকের এক পোস্টে এই দাবিগুলো জানান এই টাইগার পেসার।

সাইফউদ্দিন লিখেছেন, ‘অভিনন্দন আসিফ মাহমুদ ভাই । আপনি যেহেতু কুমিল্লার সন্তান আমি পার্শ্ববর্তী জেলার ফেনীর ছেলে হিসেবে আপনার প্রতি অনুরোধ থাকবে সারা বাংলাদেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে, যারা সত্যি কারের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, দেশকে ভালোবেসে এবং দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে চায় এমন লোকদের জায়গা করে দিন।’

ফেসবুকের সেই পোস্টে সাইফউদ্দিন আরও লিখেন, উপদেষ্টা আসিফের বয়স সবে ২৬। তবে ইতিমধ্যেই বসলেন মন্ত্রী পদমর্যাদার স্থানে। এই তরুণদের ও নতুনদের হাত ধরেই দারুণ কিছুর আশায় আছেন সাইফউদ্দিনসহ গোটা দেশে।

‘দুর্নীতিমুক্ত ক্রীড়াঙ্গন এবং সমাজ চাই আমরা। ডক্টর ইউনূস স্যার একটা কথা বলেছিলেন গত পরশুদিন, সম্ভবত পুরানদের দিয়ে আর কিছু হবে না কারণ তাদের চিন্তা ভাবনা পুরনো।’

খেলার দুনিয়া | ফলো করুন :