পাঁচ বছরের জন্য নিষিদ্ধ বিপিএলে টুর্নামেন্ট সেরা হওয়া ক্রিকেটার

পাঁচ বছরের জন্য নিষিদ্ধ বিপিএলে টুর্নামেন্ট সেরা হওয়া ক্রিকেটার

ফিক্সিংয়ের দায়ের পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বিপিএলে টুর্নামেন্ট সেরা হওয়া ক্রিকেটার। ২০১৮ তে ক্রিকেটকে বিদায় জানানো আশার জাইদি আরও একবার নিউজের হেডলাইনে। তবে সেটা বিব্রতকর কারণেই। অভিযোগ আবু ধাবি টি-টেন লিগে দুর্নীতি। সেখানে তিনি ছিলেন কোচের ভূমিকায়।

২০২১ সালে টি-টেন লিগে পুনে ডেভিলসের ব্যাটিং কোচ ছিলেন। যে দলের হয়ে সে বছর দুর্নীতিতে জড়িয়েছিলেন আশার। যেটার সত্যতা মিলেছে আকসুর তদন্তে। বুধবার জাইদি ছাড়াও দুইজন দল মালিককে পাঁচ বছরের নিষেধাজ্ঞার ব্যাপারটি জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক আইসিসি।

২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে তার নিষেধাজ্ঞার সময়। যেটা চলবে ২০২৭ সালের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। পাঁচ বছরের মধ্যে এক বছর অবশ্য স্থগিত নিষেধাজ্ঞা। এই সময়ে ক্রিকেটে সব ধরনের সংশ্লিষ্টতা থেকে বিরত থাকার আদেশ আইসিসির।

আইসিসির ২.৪.৪ ধারা অনুযায়ী দুর্নীতিতে জড়ানোর প্রস্তাব সম্পর্কে পুরো তথ্য দিয়ে আকসুকে সহায়তা না করার কারণে শাস্তি পেয়েছেন তিনি৷

২০১৫ এর বিপিএলে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন আনকোরা-অচেনা আশার জাইদি। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে সেবার আট ইনিংসে ৫৪ গড় আর প্রায় ১৪০ স্ট্রাইক রেটে করেছিলেন ২১৫ রান। বোলার হিসেবে ১১ ইনিংসে ১৭ উইকেট। ইকোনমি চারের ঘরে। বোলিং গড় মাত্র দশ।

এমন পারফর্ম্যান্স করা একজন পরে অবশ্য খুব বেশি কিছু করতে পারেননি। এরপর বিপিএলেও কিছু করতে পারেননি পাকিস্তানের এই ক্রিকেটার।

সম্পর্কিত খবর