ফুটবলে স্পেনের নতুন ‘রাজত্ব’  

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৬:৪৮ পিএম | ১০ আগস্ট, ২০২৪

২০০৮ এর ইউরো, ২০১০ এর বিশ্বকাপ এবং ফের ২০১২ এর ইউরো জেতা স্পেন দলের আধিপত্য কেমন ছিল সেটা কম বেশি সবারই জানা। ২০১৩ এর কনফেডারেশণ কাপেও ফাইনালে খেলেছিলেন ক্যাসিয়াস-তোরেসরা। এরপরই শুরু ছন্দপতনের। 

ফুটবলে ইতিহাসে অন্যতম সেরা দল এবং তৎকালের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটা ২০১৪ বিশ্বকাপে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। ২০১৬ এর ইউরোতে বিদায় নেয় শেষ ১৬ থেকেই। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ এবং ২০২২ এর কাতার বিশ্বকাপের বিদায়টাও শেষ ষোলো থেকেই। মাঝে ২০২০ ইউরোতে দলটা বিদায় নিয়েছে সেমি থেকে।

বার বার টুর্নামেন্ট শুরুর আগে শেষ করে দেওয়া স্পেন পরিবর্তন করেছে নিজেদের রূপ। আবারও মনে করাচ্ছে জাভি-ইনিয়েস্তাদের স্পেনকে। স্পেনের ট্রফি কেবিনেট সেটাই বলছে। স্পেনের সুদিন ফিরিয়ে এনেছেন তরুণরা। 

২০২৩ এর জুনে উয়েফা নেশনস কাপের ফাইনালে জিতেছে ডাচদের হারিয়ে। মিটিয়েছে ১১ বছরের ট্রফি খরা। ২০২৪ এর জুলাইতে ইয়ামাল-নিকো-রদ্রিরা ঘরে তুলেছে দেশের ইতিহাসের চতুর্থ ইউরো শিরোপা।

এবার স্পেন ফুটবলে আরও একটা ভালো দিন। দেশকে অলিম্পিকে গোল্ড মেডেল এনে দিয়েছে ফুটবল দলটি। প্যারিসে সোনা লড়াইয়ের ম্যাচে ফ্রান্সকে তারা হারিয়েছে ৫-৩ গোলে। এক বছরের ব্যবধানে তিনটা শিরোপা উল্লাসের স্বাদ দিলেন স্প্যানিশ ফুটবলাররা। সামনে আছে ফিনালিসিমা। যেখানে আর্জেন্টিনাকে হারালেই আরও একটা শিরোপা। এছাড়াও ইউরোপের ফুটবলের সব বড় গৌরবের শিরোপা অর্থাৎ চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। 

সবমিলিয়ে ফুটবলে এই মুহূর্তে চলছে স্প্যানিয়ার্ডদের রাজত্ব। বিশেষ করে ইউরোপের একচ্ছত্র আধিপত্য তো আছেই। 

খেলার দুনিয়া | ফলো করুন :