বাবরদের সেমির আশায় বাঁধা হতে পারে বৃষ্টি

বাবরদের সেমির আশায় বাঁধা হতে পারে বৃষ্টি

কাগজে-কলমে সেমিফাইনালে খেলার আশা এখনো জীবিত আছে পাকিস্তানের। যদিও এখানে নেট রানরেটের দিকেও তাকিয়ে থাকা লাগবে। তবে বেঙ্গালুরুতে কিউইদের বিপক্ষে আগামীকালের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। এমনটা হলে পাকিস্তানের জন্য হবে দুশ্চিন্তার বিষয়।

পরবর্তী দুটি ম্যাচ যদি বাবররা নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সঙ্গে জয় লাভ করে তাহলে ১০ পয়েন্ট নিয়ে সেমির দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে বাবর আজমের দল। কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বেঙ্গালুরুতে বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে যদি ম্যাচটি পরিত্যক্ত হয় তাহলে পয়েন্ট ভাগাভাগি করা হবে, আর এটি ঘটলেই পাকিস্তানের সেমিফাইনালে ওঠার স্বপ্ন প্রায় শেষ হয়ে যাবে বলে ধরে নেওয়া যায়। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ থেকে আবহাওয়ার এই পূর্বাভাস জানিয়ে দেওয়া হয়েছে। তারা বলেছে যে শনিবার বেঙ্গালুরুতে বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা ৭০ থেকে ৮০ শতাংশ।

নিউজিল্যান্ডের সঙ্গে শুধু জয় পেলেই চলবে না, পয়েন্ট টেবিলের হিসেব মতে নেট রানরেটেও এগিয়ে থাকা লাগবে বাবর আজমের দলকে। কমপক্ষে ৮৪ রানের ব্যবধানে জিতলে অথবা পরে ব্যাটিং করলে ৩৫ ওভারের মধ্যে রান তাড়া করে জিতলে পাকিস্তান নেট রানরেটের হিসেবে এগোতে পারবে। বিষয়টি এতটাও সহজ হবে না বাবরদের জন্য। ভাগ্যও সহায় হতে হবে এক্ষেত্রে।

কিন্তু বৃষ্টি বাঁধা দিলে ভাগ্যের সহায়ও ফিকে পড়ে যাবে পাকিস্তানের। তাই আবহাওয়া যাতে ঠিক থেকে ম্যাচটি পরিপূর্ণভাবে সম্পন্ন হয় এই আশা করছে পাকিস্তানের সমর্থকেরা। 

 

 

সম্পর্কিত খবর