ব্রাজিলকে হারিয়ে অলিম্পিকের সোনা যুক্তরাষ্ট্রের মেয়েদের
নারীদের ফুটবলে সবচেয়ে সফল দল যুক্তরাষ্ট্র। সেটা বিশ্বকাপ হোক কিংবা অলিম্পিক। সে আধিপত্যটা এবারও ধরে রাখল দলটা। আজকের ফাইনালে মার্কিনরা ব্রাজিলকে হারিয়েছে ১-০ গোলে, তুলে নিয়েছে নিজেদের পঞ্চম অলিম্পিক ফুটবলের সোনার পদকটা।
ব্রাজিল এর আগেও দুবার অলিম্পিকের ফাইনালে খেলেছে। তবে দুবারই তাদের হারিয়েছে যুক্তরাষ্ট্র। দানে দানে তিন দানেও সে হিসেব চুকানোর সুযোগ ছিল তাদের সামনে। ছিল মধুর প্রতিশোধের হাতছানি।
তবে প্যারিসের পার্ক দেস প্রিন্সে সেটা করে দেখাতে পারেননি মার্তারা। আরও একবার সোনা ছোঁয়ার খুব কাছে গিয়েও সফল হতে পারেনি দলটা। সন্তুষ্ট থাকতে হলো রুপার পদক জিতে।
প্রথমার্ধে আজ যুক্তরাষ্ট্রকে আটকে রেখেছিল ব্রাজিল। শুরুর পঁয়তাল্লিশ মিনিটে গোল পায়নি কোনো দলই। যুক্তরাষ্ট্রকেও তেমন গোলের সুযোগ তৈরি করতে দেয়নি ব্রাজিল।
তবে তার ধারাবাহিকতাটা দ্বিতীয়ার্ধেও ধরে রাখতে পারল না ব্রাজিল। ৫৭ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় যুক্তরাষ্ট্র। গোলটা করেন ম্যালোরি সোয়ানসন।
সেই এক গোলের জবাব আর ব্রাজিল দিতে পারেনি। ফলে যুক্তরাষ্ট্র আরও একবার জিতে নেয় অলিম্পিকের সোনা। ব্রাজিলকে সন্তুষ্ট থাকতে হয় রুপা জিতেই।