মেলবোর্নকে উড়িয়ে বাংলাদেশের শুভসূচনা
টপ এন্ড টি-টোয়েন্টিতে আজ রোববার সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল বিগ ব্যাশ লিগের দল মেলবোর্ন রেনেগেডস।
সে ম্যাচে আজ আকবর আলীর দল বিশাল জয় পেয়েছে। মেলবোর্নকে হারিয়েছে ৭৭ রানে।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য অত ভালো হয়নি দলের। দ্বিতীয় ওভারে ১৯ রানের মাথায় খুইয়ে বসে তানজিদ তামিমকে। তবে এরপর পরিস্থিতিটা সামলেছেন পারভেজ হোসেন ইমন।
পারভেজের ব্যাট থেকে এসেছে ৪৮ বলে ৬৯ রানের ইনিংস। বাংলাদেশের ইনিংস তিনি একাই টেনেছেন। ওপাশ থেকে সর্বোচ্চ রানটা এসেছে ২৫, শামীম পাটোয়ারী তা করেছেন ২৫ বলে। আকবর আলী করেছেন ১৮ বলে ২১। শেষমেশ বাংলাদেশের ইনিংস গিয়ে থামে ২০ ওভারে ৬ উইকেট খুইয়ে ১৭০ রানে।
১৭১ রান তাড়া করতে নেমে মেলবোর্ন দাঁড়াতেই পারেনি বাংলাদেশের সামনে। শুরুটা অবশ্য খারাপ হয়নি তাদের। পাওয়ারপ্লে শেষে ১ উইকেট খুইয়ে রান ছিল ৪৮। তবে পাওয়ারপ্লে শেষ হতেই ধসে পড়ল যেন দলটা।
রেনেগেডসের কেউ ২০ রানও করতে পারেননি। সর্বোচ্চ ১৯ রান এসেছে ওপেনার জশ ব্রাউনের ব্যাট থেকে। ৯৩ রানেই অলআউট হয় মেলবোর্ন।
বাংলাদেশের রিপন মণ্ডল আর রাকিবুল হাসান নেন ৩টি করে উইকেট, ২টি করে উইকেট দখল করেছেন আলিস আল ইসলাম আর আবু হায়দার রনি।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১৭০/৬, ২০ ওভার (পারভেজ ৬৯, শামীম ২৫, আকবর ২১; হেনিং ৩/২৬, পিয়ারসন ২/৪৪)
মেলবোর্ন রেনেগেডস ৯৩/১০, ১৫.২ ওভার (ব্রাউন ১৯, হ্যারিস ১৮, রিপন ৩/১২, রাকিবুল ৩/২১, আলিস ২/৩১, রনি ২/১২ )
ফল– বাংলাদেশ ৭৭ রানে জয়ী।