আবারও নাটক, গ্লোবাল টি-টোয়েন্টি থেকে বাদ সাকিবরা

আবারও নাটক, গ্লোবাল টি-টোয়েন্টি থেকে বাদ সাকিবরা

এক সিদ্ধান্ত যে কতো বার বদলাল! গ্লোবাল টি-টোয়েন্টির এলিমিনেটরে যেন মাঠের ক্রিকেটের চেয়ে বেশি রোমাঞ্চ ছড়াল মাঠের বাইরের ‘ক্রিকেট’। গতকাল জানা যাচ্ছিল অনেক নাটকীয়তার পর মাঠে গড়াবে বাংলা টাইগার্স মিসিসাগা আর টরন্টো ন্যাশনালসের ম্যাচটা। 

কিন্তু তার কিছু পরই গ্লোবাল টি-টোয়েন্টি কর্তৃপক্ষ জানাল, ম্যাচটা আর হবে না। বাংলা টাইগার্স মাঠে না নামায় তারা বিদায় নিয়েছে। টরন্টো চলে গেছে কোয়ালিফায়ারে।

গ্রুপ পর্ব শেষ করে তৃতীয় স্থান অর্জন করে সাকিব আল হাসান এবং শরিফুল ইসলামের বাংলা টাইগার্স এলিমিনেটরে এসেছিল। আর টরন্টো ন্যাশনালস এসেছে চতুর্থ স্থান অর্জন করে। গ্রুপ পর্বের দুই দলের মুখোমুখি লড়াইয়ে সাকিবের দল জয়ী হয়েছিল।

তবে এলিমিনেটরের দিন খারাপ আবহাওয়ার কারণে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারেনি। পয়েন্ট টেবিল এবং হেড টু হেড রেকর্ড অনুযায়ী, বাংলা টাইগার্স কোয়ালিফায়ারে যাওয়ার যোগ্য ছিল। কিন্তু ম্যাচ অফিসিয়ালরা সেদিন ফল বের করতে সাকিবের দলকে প্রস্তাব দেন সুপার ওভারের। যা বাংলা টাইগার্স প্রত্যাখ্যান করে। 

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে অন্তত ৫ ওভার খেলা প্রয়োজন, না হলে ম্যাচ পণ্ড হয়ে যাবে। যদিও সেই পরিস্থিতি ছিল না, আম্পায়ার ও ম্যাচ রেফারি এক ওভারের ম্যাচ দিয়ে ফল নির্ধারণের চেষ্টা করেন, যা বাংলা টাইগার্স মেনে নেয়নি।

এরপর গ্লোবাল টি-টোয়েন্টি কানাডার অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় দেখা যায় টরন্টো কোয়ালিফায়ারে উঠেছে এবং বাংলা টাইগার্স বাদ পড়েছে। বাংলা টাইগার্স ‘ওয়াকওভার’ দিয়েছে টরন্টোকে, এমন পোস্ট দেওয়া হয়। 

কিন্তু কিছুক্ষণ পর ওই পোস্ট মুছে ফেলা হয়। ক্রিকেট কানাডা দুই দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে ম্যাচটি আবার হবে এবং এটি হবে ১০ ওভারের। 

তবে সে সিদ্ধান্তও বেশিক্ষণ টেকেনি। এরপর আবার দেখা যায় সেই ‘ওয়াকওভারের’ কথা। সাকিবের দল বিদায় নেয় তাতে। আর টরন্টো উঠে যায় কোয়ালিফায়ারে। সেখানে দলটা ব্রাম্পটন ওলভসকে ৫ উইকেটে হারিয়েছে গত রাতে, চলে গেছে প্রতিযোগিতার ফাইনালে। সেখানে আজ রাতে তাদের প্রতিপক্ষ মন্ট্রিয়ল টাইগার্স।

সম্পর্কিত খবর