চার দিন আগেই পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল 

চার দিন আগেই পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল 

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পাকিস্তান সফরের জন্য ১৭ আগস্ট দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের। তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে পাল্টে গেল বোর্ডের সিদ্ধান্ত। পাকিস্তানের উদ্দেশে আগামীকালই (সোমবার) রওনা দেবে নাজমুল হোসেন শান্তর দল। এবং পাকিস্তানের লাহোরে তারা পৌঁছাবে মঙ্গলবার। 

চলতি মাসের শুরুতেই পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচের সিরিজ সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। তবে দেশের চলমান পরিস্থিতিতে তা এখনও শুরু হয়নি। স্রেফ ক্রিকেটাররা মিরপুরে সারছেন নিজেদের ব্যক্তিগত অনুশীলন। নিরাপত্তাজনিত কারণে হোটেলেই অবস্থান করছেন কোচসহ সাপোর্টিং স্টাফরা। 

আগেভাগেই বাংলাদেশ দলের পাকিস্তানের উদ্দেশে রওনা দেওয়ার বিষয়টি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে নিশ্চিত করেছে বিসিবির বিশ্বস্ত এক সূত্র। এদিকে সফরের জন্য দল আজকে (রোববার) ঘোষণা করবে বিসিবি। 

লাহোরে পৌঁছে সেখানকার গাদ্দাফি স্টেডিয়ামে তিন দিন অনুশীলন করবেন শান্তরা। সেখান থেকে যাবেন প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতে। সেখানেও বাংলাদেশ দল অনুশীলন করবে তিন দিন। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ২১ আগস্ট। পরের টেস্টটি করাচিতে শুরু হবে আগামী ৩০ আগস্ট। 

এদিকে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে গতকাল (শনিবার) পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশ এ দল। 

 

সম্পর্কিত খবর