হাসিনার নাম মুছে দিচ্ছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ
গত বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বঙ্গভবনে শপথ নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার। সে ১৭ সদস্যের একজন ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। এরপর গত শুক্রবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। এরপর তার প্রথম অফিস ছিল আজ। সচিবালয়ে প্রথমবারের মতো অফিস শুরু করেই গুরুত্বপূর্ণ তিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তার মধ্যে প্রথম সিদ্ধান্তটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ছিল শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট। তার নাম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সে সিদ্ধান্ত কেন নিচ্ছেন, তার কারণটাও জানালেন তিনি। আজ তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে। আমরা এটার নাম পরিবর্তন করতে চাই। যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সঙ্গে তার নাম জড়িত আছে, এবং হাজার মানুষ মারা গিয়েছেন, আমরা মনে করি তিনি এর সঙ্গে সরাসরি যুক্ত।’
শুধু যুব উন্নয়ন ইনস্টিটিউট নয়, দেশের সব জায়গাতেই এটা করা হবে বলে জানিয়েছেন তিনি। যুব উন্নয়ন ইনস্টিটিউটের নতুন নাম কী হবে? আসিফ জানান, ‘সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয় না, সব জায়গাতেই এটা করা হবে। তো শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম বদলে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি। এই বিষয়ে প্রক্রিয়া চলমান থাকবে এবং দ্রুত এটা সম্পন্ন হবে।’