বিসিবিতে অন্তর্বর্তীকালীন সভাপতি নিয়ে ভাবছেন উপদেষ্টা আসিফ
বিসিবি সভাপতি ছাড়াও সবশেষ ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন নাজমুল হাসান পাপন। তবে গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই তিনি আছেন লোক চক্ষুর আড়ালে। বিসিবির মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সভাপতি হয়েও বোর্ডে তার অনুপস্থিত প্রায় সপ্তাহখানেক ধরেই। এতেই বিসিবিতে অন্তর্বর্তীকালীন নতুন সভাপতি নিয়ে ভাবছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের ১৬ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন গত বৃহস্পতিবার। সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ। এরপর আজ (রোববার) সচিবালয়ে তিনি প্রথম অফিস করেন। সেখানেই সংবাদ সম্মেলনে কথা বলেন বিসিবির ভবিষ্যৎ নিয়ে।
বিসিবির ভবিষ্যৎ নিয়ে কথা বলার শুরুতেই তিনি প্রসঙ্গ টানেন সভাপতি নাজমুল হাসান পাপনের। বৃহস্পতিবার সংসদ ভেঙে যাওয়ায় সংসদ সদস্যের পদের দায়িত্বে আর নেই তিনি। তবে এখনও আছেন বিসিবির সভাপতি হিসেবে। অবশ্য বিসিবি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় এখনই সভাপতি বদল নিয়ে কোনো সিদ্ধান্ত নিবেন না বলেন জানান উপদেষ্টা আসিফ।
সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটি ফেডারেশনকে চলমান রাখতে হলে তার সবগুলো অঙ্গ-প্রত্যঙ্গ ভালোভাবে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছে তিনি অনুপস্থিত। তবে বিসিবি যেহেতু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আইসিসির অধীনে, সেক্ষেত্রে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারব না (সভাপতি বদল)।’
তবে সভাপতি বদলের সিদ্ধান্ত না নিলেও বিসিবি প্রধানের দায়িত্বে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে ভাবছেন উপদেষ্টা আসিফ এবং এ ব্যাপারে আলোচনাও করেছেন বিসিবি পরিচালকদের সঙ্গে।
সেই প্রসঙ্গ টেনে উপদেষ্টা আসিফ বলেন, ‘বিসিবি পরিচালকদের পরামর্শ দিয়েছি, কীভাবে এটি আইসিসির লিগ্যাল কাঠামোর মধ্যে থেকে সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কি-না সে বিষয়ে আইসিসি আমাদের পরবর্তীতে রিপোর্ট করবে এবং আমরা এই বিষয়ে কার্যক্রম চালু রাখব।’
নাজমুল হাসান পাপন এখন ঠিক কোথায় আছেন সেই বিষয়টি এখনও জলঘোলা। অনেক সূত্র বলছে আওয়ামী লীগের বেশিরভাগ নেতার পরও তিনিও ছেড়েছেন দেশ। তবে গত বুধবার বিসিবিতে তার সহযোগী এক পরিচালক স্পোর্টস বাংলাকে জানান, তিনি (পাপন) নিরাপদে আছেন। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন।