নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশায় ক্রীড়া উপদেষ্টা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশায় ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে আইসিসি বিশ্বকাপটা সরিয়ে নিতে চাইছে। দায়িত্ব নেওয়ার পরপরই বড় এক চ্যালেঞ্জের মুখে পড়ে গেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে তিনি তার আশার কথা জানালেন। বিশ্বকাপ আয়োজনের শর্তগুলো দ্রুতই পূরণের চেষ্টা করতে চাইছেন তিনি। 

শেখ হাসিনা পালানোর পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আইসিসি বিশ্বকাপটা সরিয়ে নিতে চাইছে এই কারণেই। 

দায়িত্ব নিয়ে সচিবালয়ে অফিস করার প্রথম দিনেই এই বিষয়টার একটা সমাধান খুঁজে বের করতে চাইলেন তিনি। বিসিবির একটি প্রতিনিধি দল আজ তার সঙ্গে দেখা করেছে। তাদের কাছ থেকেই সমস্যাটা বুঝার চেষ্টা করেছেন তিনি।

তার মতে সমস্যার জায়গা দুটো, একটা হচ্ছে নিরাপত্তা, অন্যটি হচ্ছে বেশ কিছু দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা। এই সমস্যার সমাধানে তিনি সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের সহযোগিতা চাইলেন তিনি। 

আসিফের ভাষ্য, ‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা বিসিবির সঙ্গে কথা বলেছি। যে ইস্যুগুলো আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। রাষ্ট্র পর্যায় থেকে কিছু কাজ করার বিষয় আছে। আমি আজকে এই বিষয়ে ইউনূস স্যারের সঙ্গে কথা বলব। তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি আশা করি এক্ষেত্রে আমাদের সহযোগিতা করবেন। রাষ্ট্রীয় পর্যায় থেকে আমরা নিরাপত্তাটা নিশ্চিত করব। আমরা জাতিসংঘের সঙ্গেও কথা বলব, তাদের পরামর্শ চাইব। কিছু দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা আছে, সেগুলো যাতে সমাধান করা যায়, সে চেষ্টা করব।’

সম্পর্কিত খবর