বীরের বেশে দেশে ফিরলেন পাকিস্তানের সোনাজয়ী নাদিম
কোনো বিশ্বজয়ী দেশে ফিরে আসছেন, তাকে বরণ করে নিতে হাজির হয়েছেন লাখো জনতা, এমন দৃশ্য পাকিস্তান বহু দিন দেখেনি। অলিম্পিক সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম এই দৃশ্যের জন্ম দিলেন। দেশে ফিরে পেলেন বীরের সম্মান।
তাকে রোববার বরণ করে নেওয়া হয় ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে। লাখো জনতা তাকে বরণ করে নিয়েছে বিপুল হর্ষধ্বনিতে। তার পরিবার তার সঙ্গে দেখা করে লাহোরে। তার বাবা তার গলায় মালা পরিয়ে দেন। লাহোরে পা রাখতেই ‘আরশাদ নাদিম জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ’ বলে সমর্থকরা স্লোগান দিচ্ছিলেন।
২৭ বছর বয়সী এই জ্যাভলিন থ্রোয়ার অলিম্পিকের ফাইনালে হারিয়েছেন ভারতের নীরাজ চোপড়াকে। বৃহস্পতিবার তিনি অলিম্পিক রেকর্ডও গড়েছেন ৯২.৯৭ মিটারের থ্রো করে। বিশ্বরেকর্ডের তালিকায় যার অবস্থান ষষ্ঠ স্থানে।
এমন কীর্তির পর শনিবার আসিফ আলী জারদারি জানান আরশাদ নাদিমকে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিলাল ই ইমতিয়াজ প্রদান করা হবে। এরপর দেশে ফিরে এমন অভ্যর্থনা পেয়ে আপ্লুত নাদিম বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি আমার পরিবার আর পাকিস্তান জাতিকে ধন্যবাদ জানাই। আমার এই অর্জনের পেছনে আমার আর আমার কোচ সালমান বাটের পরিশ্রম জড়িয়ে আছে।’