পোলার্ডের ৫ ছক্কার শিকার রশিদ

পোলার্ডের ৫ ছক্কার শিকার রশিদ

ক্রিকেটে এক ওভারের ৬ বলে ৬টি ছক্কা মারার কীর্তি এর আগেও একাধিকবার গড়েছেন ব্যাটাররা। সে তালিকায় কাইরন পোলার্ড নিজেও আছেন। তবে এবার সময়ের অন্যতম সেরা বোলার আফগানিস্তানের রশিদ খানকে প্রথমবারের মতো এক ওভারে ৫ ছক্কা হজম করালেন এই ক্যারিবিয়ান হার্ড হিটার।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের বর্তমান ব্যাটিং কোচের দায়িত্বে আছে পোলার্ড। এছাড়াও গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিংশদের সহকারী কোচের ভূমিকাও পালন করেছেন তিনি। একইসঙ্গে কোচিং এবং মাঠের ক্রিকেট সামলানোর এই কীর্তি খুব বিরল।

‘দ্য হানড্রেড’ নামক টুর্নামেন্টে সাউদার্ন ব্রেভের হয়ে খেলছেন পোলার্ড। ১০০ বলের এই অভিনব টুর্নামেন্টে শনিবার রাতে সাউদাম্পটনে ট্রেন্ট রকেটসের মুখোমুখি হয়েছিল তার দল। যেখানে আবার আছেন সময়ের অন্যতম সেরা স্পিনারদের মধ্যে একজন, আফগান তারকা রশিদ খান।

এদিন ২৩ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন পোলার্ড। ইনিংসের একপর্যায়ে যেখানে তিনি করেছিলেন ১৪ বলে মাত্র ৬ রান, সেই তিনিই ২৩ বলে করে দেখালেন ৪৫ রান! রশিদের ওভারে রীতিমত ঝড় বইয়ে দিয়েছেন পোলার্ড। এর আগে রশিদকে কোনো ব্যাটারই একটি নির্দিষ্ট ওভারে এরকম নাস্তানাবুদ করতে পারেননি।

ম্যাচটা শেষ পর্যন্ত জিতেছিল পোলার্ডের দল। ১ বল হতে রেখেই লক্ষ্য টপকে যায় সাউদার্ন। এই ম্যাচটি পোলার্ডের ক্যারিয়ারের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে বলে জানিয়েছেন তিনি। পোলার্ডের মনে রাখার এই দিনটি অপরদিকে ভুলে যেতেই চাইবেন রশিদ।

‘আমি রশিদের বিপক্ষে অনেক খেলেছি। অনেকবার আউটও হয়েছি। আমি জানতাম সে কোন লেংথে বোলিং করবে। সে যদি ফুল লেংথে বোলিং করে, আমি আমার শক্তির জায়গা অনুযায়ী সোজা মারব। ও তিনটা ফুল লেংথে বল করেছে, যা আমার আয়ত্তের মধ্যে ছিল। তখন থামার অবস্থা ছিল না, সর্বোচ্চ রান নিতেই হতো। রশিদ দুর্দান্ত বোলার। কিন্তু এটা এমন একটা দিন, যেদিন আমি জিতেছি।’

সম্পর্কিত খবর