প্যারিস অলিম্পিকে চ্যাম্পিয়নের লড়াইয়ে চীন ও যুক্তরাষ্ট্র

প্যারিস অলিম্পিকে চ্যাম্পিয়নের লড়াইয়ে চীন ও যুক্তরাষ্ট্র

প্যারিস অলিম্পিকের পর্দা নামবে আজ (রোববার)। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই ক্রীড়াঙ্গনের শেষ দিনে এসে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আছে স্রেফ দুই দেশ, চীন ও যুক্তরাষ্ট্র। বাকি সবাই আছে যোজন যোজন দূরে। তাই তো অনেকটাই নিশ্চিতভাবেই চ্যাম্পিয়নের তকমাটা পাবে এই দুই দেশের কোনো একটি। 

প্যারিসে এখন পর্যন্ত সোনা জয়ের বিবেচনায় এগিয়ে আছে চীন। অলিম্পিকের এবারের আসরের প্রথম সোনা তারাই জিতেছিল। এখন পর্যন্ত তারা মোট সোনা জিতেছে ৩৯টি। সব মিলিয়ে তাদের মোট পদক ৯০টি। 

এদিকে সোনা জয়ের হিসেবে দুইয়ে আছে যুক্তরাষ্ট্র। তারা জিতেছে ৩৮টি সোনা। তবে আলাদাভাবে পদকের হিসেব করলে তারা এখন পর্যন্ত মোট ১২৩টি পদক জিতেছে। যদিও চ্যাম্পিয়ের তকমা আসে সোনা জয়ের হিসেবে। টোকিও অলিম্পিকে ৩৯ সোনাসহ মোট ১১৩টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছিল যুক্তরাষ্ট্রই। এবারের পদকের সংখ্যা ছাড়িয়ে গেছে আরও ১০টি। এখন শেষ পর্যন্ত দেখার বিষয় আজকের সোনার লড়াইয়ে আধিপত্য ধরে রাখতে পারে কি-না মার্কিন অ্যাথলেটরা।  

টোকিও অলিম্পিকে দ্বিতীয় স্থানে থাকা চীন পেয়েছিল ৩৮টি সোনা এবং সব মিলিয়ে তাদের পদকের সংখ্যা ছিল ৮৯। সেই হিসেবে এবার তারাও ছাড়িয়েছে নিজেদেরকে।

প্যারিসে শেষ দিনে আজ সোনার লড়াই আছে ১৩ ইভেন্টে। যেখানে ইতিমধ্যেই শেষ হয়েছে মেয়েদের ম্যারাথন। সেখানে সোনা জিতেছেন নেদারল্যান্ডসের সিফান হাসান। এদিকে ১৩টি ইভেন্টের মধ্যে ৮টিই মেয়েদের। এবং এই ইভেন্টেগুলোতেই সবার বাড়তি নজর। কেননা মূলত এই ইভেন্টগুলোই শেষ পর্যন্ত নির্ধারণ করে দিবে কারা চ্যাম্পিয়ন। 

মেয়েদের বাস্কেটবলের ফাইনালে আজ ইতালির বিপক্ষে নামবে যুক্তরাষ্ট্র। এর আগে ছেলেদের বিভাগে ফ্রান্সকে হারিয়ে সোনা জিতেছে মার্কিন পুরুষরা। তাই তো এই বিভাগেও সবার নজর তাদের দিকেই। 

মেয়েদের অমনিয়াম, পয়েন্টস পেস ৪/৪ ইভেন্টে আজ ম্যাচ আছে যুক্তরাষ্ট্রের জেনিফার ভ্যালেন্টির। যিনি এই ইভেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। এই ক্ষেত্রেও একটা সোনার আশায় থাকতেই পারে তারা।

মেয়েদের কুস্তির ৭৬ কেজি বিভাগেও সোনা জয়ের দারুণ সুযোগ আছে যুক্তরাষ্ট্রের। তবে এই ইভেন্টে কেনেডি ব্লেডসকে জিততে হলে করে দেখাতে হবে অনন্য কিছু। কেননা প্রতিপক্ষে আছেন এই ইভেন্টের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জাপানের ইয়ুকা কাগামি।

মেডেলের তালিকায় ১৮টি স্বর্ণপদকসহ মোট ৫০টি পদক নিয়ে তিনে আছে অস্ত্রেলিয়া। সমান সংখ্যা স্বর্ণপদকসহ মোট ৪৩ পদক নিয়ে চারে জাপান এবং ১৬টি স্বর্ণপদকসহ মোট ৬২টি পদক নিয়ে পাঁচে আছে ফ্রান্স। তাই তো চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াইয়ের ধারে কাছেও নেই কেউ।

সম্পর্কিত খবর