রাজনীতি করলে অবসরের পরে করুন, মন্তব্য সোহানের 

রাজনীতি করলে অবসরের পরে করুন, মন্তব্য সোহানের 

ক্রিকেটার থেকে রাজনীতিতে এসেছেন, বাংলাদেশের ক্রিকেটের এমন দুই নামটি বেশ সুপরিচিতি। মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের কথাই বলছি। তারা ক্রিকেটীয় ক্যারিয়ারকে বিদায় বলার আগেই এসেছেন রাজনীতিতে। সবশেষ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মাশরাফি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন দ্বিতীয়বারের মতো এবং সাকিব আসেন প্রথমবার। যদিও এই স্বাদ খুব একটা পাওয়া হলো না সাকিবের। ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে পদত্যাগ করেন শেখ হাসিনা। বৃহস্পতিবার ভেঙে যায় সংসদও। 

রাজনীতিতে আসার শুরু থেকেই মাশরাফি-সাকিবরা হয়েছেন বেশ সমালোচিত। সরকার পতনের পর থেকেই তার বেড়ে গেছে বহুগুণে। এবার খোদ তাদের জাতীয় দলের সতীর্থ সরাসরি না হলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মাশরাফি-সাকিবদের নামে। নুরুল হাসান সোহানের মতে, অবসরের আগে কোনো ক্রিকেটারকেই রাজনীতিতে আসা উচিত নয়। তার এই মন্তব্য যে সরাসরিই মিলে যায় মাশরাফি-সাকিবদের সঙ্গে। 

ছাত্র আন্দোলনের সময় থেকেই ফেসবুক পোস্টে সোচ্চার দেখা যায় সোহানকে। ফেসবুকে তার দেওয়া আগের পোস্টগুলো ছিল ছাত্র, প্রবাসী বা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে। তবে এবার সরাসরি মুখ খুললেন ক্রিকেটের রাজনীতি ও দুর্নীতি নিয়ে। সেটিও আবার গণমাধ্যমের সামনে। 

মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রিকেট থেকে রাজনীতিতে আসার বিষয় প্রশ্ন করলে সেখানে সোহান বলেন,  ‘এটা (খেলার পাশাপাশি রাজনীতি) অবশ্যই উচিত নয়। রাজনীতি একটা বড় জায়গা। রাজনীতির জায়গা থেকে মাঠে নিজেকে নিংড়ে দেওয়া কঠিন। খেলা থেকে অবসর নিয়ে রাজনীতি করুক। খেলা চালিয়ে যাওয়া অবস্থায় কিছু প্রটোকল অবশ্যই থাকা উচিত।’

এদিকে সোহান এদিন কথা বলেন ক্রিকেটের সংগঠকদের নীতিগত বিষয় নিয়ে। কিছু মানুষকে নিয়ে আমার প্রশ্ন আছে। ‘এমন মানুষ আসা উচিত নয়, যারা খেলাকে নিয়ে ব্যবসা করতে চায়, ব্যক্তিগত লক্ষ্য নিয়ে আসে। এখান থেকে রুটিরুজি বের করে সংসার চালাতে হবে, এমন কেউ সংগঠক হিসেবে যেন না আসে। আমরা ক্রিকেটার, খেলাধুলা করে টাকাপয়সা পাই। আলহামদুলিল্লাহ, আজ আমার গাড়ি–বাড়ি সব ক্রিকেটের মাধ্যমে হয়েছে। কিন্তু সংগঠকেরা যারা আসবে, তাদের প্রতিষ্ঠিত হয়ে আসা উচিত, ক্রিকেটের ভালোর জন্য আসা উচিত। এখান থেকে বাড়ি-গাড়ি করার কিছু নেই।’

সম্পর্কিত খবর