সাকিবকে নিয়েই পাকিস্তান সফরের বাংলাদেশ দল

সাকিবকে নিয়েই পাকিস্তান সফরের বাংলাদেশ দল

সাকিব আল হাসানকে নিয়েই পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনেক আলোচনার ইতি টেনে দুই টেস্টের জন্য ঘোষিত দলে ফিরেছেন এই অলরাউন্ডার।

আজ রোববার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে ইনজুরির কারণে খেলতে পারেননি মুশফিকুর রহিম। পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট দলে ফিরলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তাসকিন আহমেদও ছিলেন না শ্রীলঙ্কা সিরিজে। পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের দলে রাখা হয়েছে তাকে।

শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান শাহাদাত হোসেন ও তাওহিদ হৃদয়!

দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে সাকিবের টেস্ট দলে থাকা, না থাকা নিয়ে ছিল তুমুল আলোচনা। শেষ পর্যন্ত এই তারকা ক্রিকেটারকে রেখেই ঘোষণা করা হয়েছে দল। যদিও দলের সঙ্গে পাকিস্তান যাচ্ছেন না তিনি। দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিবের।

দল ঘোষণার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমরা এই ফরম্যাটের সেরা ক্রিকেটারদের নিয়ে দল সাজাতে চেয়েছি। এই দলটা যথেষ্ট ভারসাম্যপূর্ণ। মুশফিক, মুমিনুল ও সাকিবের মধ্যে ২১৬টি টেস্ট ম্যাচের অভিজ্ঞতা আছে। তাইজুল ও মিরাজ আমাদের স্পিন বিভাগকে নেতৃত্ব দিচ্ছে। দুজনের মধ্যে ৩৫০-এর বেশি টেস্ট উইকেট রয়েছে।’

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে ১২ আগস্ট পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট থেকে শুরু প্রথম টেস্ট। করাচিতে ৩০ আগস্ট থেকে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

পাকিস্তান সফরের বাংলাদেশ জাতীয় দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ। 

সম্পর্কিত খবর