স্বর্ণপদক জিতে রোনালদোকে স্মরণ করলেন দুই পর্তুগিজ সাইক্লিস্ট

স্বর্ণপদক জিতে রোনালদোকে স্মরণ করলেন দুই পর্তুগিজ সাইক্লিস্ট

পর্তুগালের কিংবদন্তি ফুটবলার এবং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বজুড়ে অগণিত ফুটবলার, এমনকি যেকোনো অ্যাথলেটের কাছেই রোনালদো একজন আইকনের নাম। তাকে আদর্শ মানেন অনেকেই। এমনকি তার বিখ্যাত সেলিব্রেশন ‘সিউউ’ দিতে দেখা গেছে একাধিক খেলার খেলোয়াড়দেরও।

এবার প্যারিস অলিম্পিকেও দেখা মিলল রোনালদোর অনুসারীদের। তার আইকনিক সেলেব্রেশন দিতে দেখা গেছে ভলিবল তারকা ইউজিজি নিশিদা, ইকুয়েডরের অ্যাথলেট ব্রায়ান পিনতালদোকে। এবার রোনালদোর দেশেরই দুই অ্যাথলেট সোনা জিতে স্মরণ করলেন তাদের আইডলকে।

পর্তুগিজ সাইক্লিস্ট লুরি লেইতাও এবং রুই অলিভিয়েরা। প্যারিস অলিম্পিকের সাইক্লিং ইভেন্টে গোল্ড মেডেল জিতেছেন এই দুইজন। পদক জেতার পর খুশিতে রোনালদোর আইকনিক ‘সিউউ’ সেলেব্রেশনের মাধ্যমে প্রিয় তারকাকে সম্মান জানিয়েছেন তারা।

যদি এই জুটিকে কেউই সেভাবে ফেভারিটের তালিকায় রেখেছিলেন না। তবে সবাইকে অবাক করে দিয়ে সোনা জিতে দেখিয়েছেন এই দুই তরুণ। অলিভিয়েরা বলেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। এটা আমার জন্য স্বপ্নের মতো। আমার বিশ্বাসই হচ্ছে না এটি সত্যি সত্যি ঘটেছে। আমি জীবনে একটাও একক রেস জিততে পারিনি। অনেক হতাশার পর এই মুহূর্ত এসেছে। কেউ যদি আমাকে বলত, আমার জীবনের প্রথম রেস অলিম্পিকে জিতব, আমি বলতাম তুমি মজা করছ।’

ট্র্যাক সাইক্লিংয়ে ছেলেদের ম্যাডিসন ফাইনালে ইতালির সিমিনে কোনসোনি এবং এলিয়া ভিভিয়ানিকে পেছনে ফেলে সোনা জেতেন লেইতাও ও অলিভিয়েরা। আর ব্রোঞ্জ জিতেছেন ডেনমার্কের মিশেল মোরকোভ ও নিকলাস লারসেন জুটি।

সম্পর্কিত খবর