অথচ শান্তকে ভাবা হচ্ছে পরবর্তী অধিনায়ক
হৃদয় ভর্তি আত্মবিশ্বাস আর প্রত্যাশা নিয়ে বিশ্বকাপ গেলেও ভারতের এক শহর থেকে অন্য শহরে নাজমুল শান্ত’র সঙ্গী ব্যাগ ভর্তি হতাশা। প্রত্যাশা মেটানো কিংবা এর আশেপাশে যাওয়া তো দূরের হিসেব শান্ত রানই করতে পারছেন না। এই যেমন শেষ ছয় ইনিংসে তার রান মাত্র ২৮। গড় চারের ঘরে আর স্ট্রাইক রেট ৫৮। বিশ্বকাপে যাওয়ার আগে শান্ত ছিলেন ফর্মের তুঙ্গে।
অথচ সেই শান্তই ব্যাট করতে গেলে চোখে যেন শর্ষে ফুল দেখছেন। আফগানদের বিপক্ষে ৮৩ বলে ৫৯ রানের পর তার খেলা ইনিংস গুলো যথাক্রমে ০, ৭, ৮, ০, ৯ এবং ৪। মনে হতে পারে কারো মোবাইল নাম্বার। ক্রিজে যেন টিকতেই পারছেন না। এই সময়ে ১০ বলের বেশি মোকাবেলা করেছেন দুই ইনিংসে।
বিশ্বকাপের আগে অফ ফর্মে থাকায় ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিতে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব ছাড়েন লিটন। নিউজিল্যান্ড সিরিজে এক ম্যাচ অধিনায়কত্ব করা শান্ত সেই দায়িত্ব পান বিশ্বকাপে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে সাকিবের অনুপস্থিতিতে ক্যাপ্টেন্সিও করেন। সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপের পর শান্তর কাঁধেই যাওয়ার কথা ছিল ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব।
কারণ সাকিব আল হাসান আগেই বলে রেখেছেন ওয়ানডে অধিনায়ক হিসেবে এটাই তার শেষ অ্যাসাইনমেন্ট। তার মানে এরপরই বাংলাদেশ প্রবেশ করবে নতুন অধিনায়কের যুগে। আর সেখানে বিসিবির ভাবনাতেও ছিলেন শান্ত। সবকিছু বিবেচনা করেই তাকেই ভাইস-ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিলো। কিন্তু শান্ত’র ফর্মের যে অবস্থা তাতে বিসিবি এখনো সেই সিদ্ধান্তে অটল আছে কিনা জানা যায়নি। তবে এই মুহূর্তে শান্ত অধিনায়কের দায়িত্ব নিলে সেটা যে হিতে বিপরীত হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।