প্যারিস অলিম্পিকের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

প্যারিস অলিম্পিকের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

প্যারিস অলিম্পিকে শেষ দিনে (রোববার) চ্যাম্পিয়ন তকমা দখলে রোমাঞ্চকর লড়াই হয় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। একদম শেষ ইভেন্ট পর্যন্তও সোনা জয়ের হিসেবে এগিয়ে ছিল চীন। তবে শেষটাই বাজিমাত করল যুক্তরাষ্ট্রের মেয়েরা। বাস্কেটবলের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে সোনা জিতে প্যারিসে চ্যাম্পিয়নের তকমা নিয়েই এবারের অলিম্পিকের আসর শেষ করল যুক্তরাষ্ট্র।

গতকাল একটি পদকই পেয়েছে চীন। সেটিও অবশ্য সোনা। এতেই ৪০টি সোনা নিয়ে তারাই ছিল সবার ওপরে। তবে বাস্কেটবলে যুক্তরাষ্ট্রের মেয়েদের দারুণ কীর্তির পর যুক্তরাষ্ট্রের সোনা জয়ের সংখ্যাটাও দাঁড়ায় সমান ৪০। তবে মোট পদকের হিসেবে চীনকে ছাড়িয়ে যায় যুক্তরাষ্ট্র এবং দলগতভাবে তারাই পায় সেরার তকমাটা।

মেডেলের তালিকায় সবার ওপরে থাকা যুক্তরাষ্ট্রের মোট পদকের সংখ্যা ১২৬। যেখানে ৪০টি সোনা ছাড়াও আছে ৪৪টি রুপা ও ৪২টি ব্রোঞ্জ। আসরে তারাই একমাত্র দল যাদের পদকের সংখ্যা ছাড়িয়েছে একশ।

এদিকে দুইয়ে থাকা চীনের মোট পদকের সংখ্যা ৯১, যেখানে আছে ৪০টি সোনা, ২৭টি রুপা ও ২৪টি ব্রোঞ্জ। তিনে থাকা জাপানের সোনার সংখ্যা যুক্তরাষ্ট্র-চীনের পুরো অর্ধেক। ২০টি সোনা, ১২টি রুপা ও ১৩টি ব্রোঞ্জ মিলিয়ে জাপানের মোট পদকের সংখ্যা ৪৫।

১৮টি সোনা, ১৯টি রুপা ও ১৬টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ৫৩ পদক নিয়ে চারে অস্ট্রেলিয়া এবং ১৬টি সোনা, ২৬টি রুপা ও ২২টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ৬৪টি পদক নিয়ে পাঁচে থেকে অলিম্পিকের আসর শেষ করল স্বাগতিক ফ্রান্স।

তালিকার ছয়ে আছে নেদারল্যান্ড। ১৫টি সোনা, ৭টি রুপা ও ১২টি ব্রোঞ্জ মিলিয়ে তাদের মোট পদক সংখ্যা ৩৪টি। এদিকে পদকের হিসেবে গ্রেট ব্রিটেন তৃতীয় অবস্থানে থাকলেও সোনা জয়ের হিসেবে তারা আছে সাতে। ১৪টি সোনা, ২২টি রুপা ও ২৯টি ব্রোঞ্জ মিলিয়ে তাদের মোট পদক ৬৫টি। ১৩টি সোনা, ৯টি রুপা ও ১০টি ব্রোঞ্জ মিলিয়ে ৩২টি পদক নিয়ে আটে আছে রিপাবলিক অব কোরিয়া। সেরা দশের শেষ দুটি জায়গা ইতালি ও জার্মানির। ১২টি সোনা, ১৩টি রুপা ও ১৫টি ব্রোঞ্জ নিয়ে নয়ে থাকা ইতালির মোট পদক ৪০টি এবং দশে থাকার জার্মানির মোট পদক ৩৩টি, যেখানে আছে ১২টি সোনা, ১৩টি রুপা এবং ৮টি ব্রোঞ্জ।  

এদিকে প্যারিস অলিম্পিকে অংশ নিয়েছিল বাংলাদেশি পাঁচ অ্যাথলেট। আর্চার সাগর ইসলাম, শুটার রবিউল ইসলাম, সাঁতারু সামিউল ইসলাম রাফি, সাঁতারু সোনিয়া খাতুন ও স্প্রিন্টার ইমরানুর রহমান। সেখানে সবাই ফিরেছে খালি হাতেই। এছাড়া দক্ষিণ এশিয়ার মধ্যে কেবল পদক পেয়েছে ভারত ও পাকিস্তান। যেখান অনেকটা চমকই দেখিয়েছেন পাকিস্তানের আরশাদ নাদিম। বর্শা নিক্ষেপে অলিম্পিকের রেকর্ড গড়ে জিতেছেন সোনা। এদিকে সোনা জয়ের স্বাদ না পেলেও মোট ৬টি পদক জিতেছে ভারত, যেখানে আছে ১টি রুপা ও ৫টি ব্রোঞ্জ। 

এর আগের টোকিও অলিম্পিকেও সেরার তকমা ছিল যুক্তরাষ্ট্রের দখলে। সেবার ৩৯ সোনাসহ তাদের মোট পদক ছিল ১১৩টি। এর আগে লন্ডন ও রিওতেও রাজত্ব ছিল তাদেরই। তাই তো ২০১২ সাল থেকে অলিম্পিকে একচেটিয়া আধিপত্য চলছে যুক্তরাষ্ট্রের। অলিম্পিকের পরবর্তী আসরটি হবে লস অ্যাঞ্জেলসে, ২০২৮ সালে। 

সম্পর্কিত খবর