ড্রয়ে শেষ হলো বৃষ্টিবিঘ্নিত ত্রিনিদাদ টেস্ট
টেস্ট ক্রিকেটে ফলাফল ড্র হওয়াটা অনেক স্বাভাবিক এক চিত্র। তবে মজার বিষয় হলো সবশেষ ২৮ টেস্টের কোনোটিতেই ফলাফল আসেনি ড্রয়ে। সবশেষ ২০২৩ সালের জুলাইয়ে ত্রিনিদাদের পোর্ট অব স্পেনের কুইনস পার্ক ওভালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি হয়েছিল ড্র। এর প্রায় ১৩ মাস পর ত্রিনিদাদের এই মাঠেই ২৮ ম্যাচ পর ড্র দেখল টেস্ট ক্রিকেট বিশ্ব।
ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের প্রথম টেস্টটি শেষ হলো ড্র দিয়ে। চতুর্থ দিন শেষে ১৫৪ রানে এগিয়ে থাকা প্রোটিয়ারা পঞ্চম দিনের প্রথম সেশনে আরও ১৪৩ রান যোগ করে যোগ করে ঘোষণা করে নিজেদের দ্বিতীয় ইনিংস। এতে জয়ের জন্য ক্যারিবীয়দের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯৮ রানের।
সেখানে বাকি দুই সেশনে স্বাগতিকদের গুটিয়ে জয়ের স্বপ্নই দেখছিল টেম্বা বাভুমার দল। তবে অ্যাথানেজ, কার্টি, কাভেম, হোল্ডারদের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত হার এড়ায় স্বাগতিকরা।
টেস্টে এখন জয়-হারের ফলাফল আসাটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছিল। এই ত্রিনিদাদ টেস্টেও কার্যত এসেই যেত তেমন ফলাফল। তবে এই টেস্টে জয়টা হয়েছে বৃষ্টির। পাঁচ দিনে বৃষ্টির কারণে নষ্ট হয়েছে মোট ১৪২ ওভার।
প্রথম দিন তো খেলা গড়িয়েছে স্রেফ ১৫ ওভারের। সেখান থেকে তৃতীয় দিনের প্রথম সেশনে এসে প্রথম ইনিংস শেষ হয় প্রোটিয়াদের। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৩৫৭ রান। যেখান সর্বোচ্চ ৮৬ রান করেন অধিনায়ক বাভুমা। এছাড়া ৭৮ রান আসে টনি ডি জর্জির ব্যাটে।
এদিকে নিজেদের প্রথম ইনিংসে শুরুটা দারুণ হলেও শেষ পর্যন্ত কেশভ মহারাজের স্পিন ও রাবাদার পেস তোপে ২৩৩ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। সেখানে সর্বোচ্চ ৪২ রান আসে কার্টির ব্যাটে। পরে দ্বিতীয় ইনিংসে এসে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ১৭৩ রান তুলে ইনিংস ঘোষণা করে দেয় তারা। এবং পঞ্চম দিনের শেষ পর্যন্ত টিকে থেকে ৫ উইকেটে ২০১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে আলিক অ্যাথানজের ১১৬ বলে ৯২ রানের দারুণ ইনিংসটি স্বাগতিকদের ড্রয়ে রেখেছে সবচেয়ে বড় ভূমিকা।
দুই ইনিংসেই চারটি করে মোট ৮ উইকেট নেন মহারাজ। এতে ম্যাচসেরা খেতাবটাও গেছে তার দখলেই। সিরিজের দ্বিতীয় টেস্টটি এবার প্রভিডেন্সে। ম্যাচটি শুরু হবে আগামী ১৫ আগস্ট।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
দক্ষিণ আফ্রিকা, ১ম ইনিংস: ৩৫৭/১০ (১১৭.৪ ওভার) (বাভুমা ৮৬, জর্জি ৭৮, মুলডার ৪১*; ওয়ারিকেন ৪/২২, সিয়েলস ৩/৫৭, রোচ ২/৫৩)
ওয়েস্ট ইন্ডিজ, ১ম ইনিংস: ২৩৩/১০ (৯১.৫ ওভার) (কার্টি ৪২, ব্রাথওয়েট ৩৫; মহারাজ ৪/৭৬, রাবাদা ৩/৫৬)
দক্ষিণ আফ্রিকা, ২য় ইনিংস: ১৯৩/৩ ডি. (২৯ ওভার) (স্টাবস ৬৮, জর্জি ৪৫; ওয়ারিকেন ২/৫৭)
ওয়েস্ট ইন্ডিজ, ২য় ইনিংস: ২০১/৫ (৫৬.২ ওভার) (অ্যাথনজে ৯২, কার্টি ৩১; মহারাজ ৪/৮৮)
ফলাফল: ড্র
ম্যাচসেরা: কেশভ মহারাজ (৮ উইকেট)