চলতি বছরের আট টেস্টের সবগুলোতেই থাকছেন সাকিব: লিপু 

চলতি বছরের আট টেস্টের সবগুলোতেই থাকছেন সাকিব: লিপু 

পাকিস্তান সফরে সাকিব আল হাসান থাকবেন কি-না তা নিয়ে ছিল বেশ জলঘোলা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মেজর লিগ ক্রিকেট ও গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় খেলার দরুন দেশের বাইরেই আছেন তিনি। এদিকে তার পাকিস্তান সিরিজে থাকা নিয়ে শঙ্কা ছিল দেশের সবশেষ পরিস্থিতিকে ঘিরেও। মূলত সরকার পতনের পর থেকেই। কারণ সবশেষ ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সাকিব। বৃহস্পতিবার সংসদ ভেঙে যাওয়ায় সেই দায়িত্ব হারিয়েছেন তিনি। এতেই আলোচনা জোরালো হয়েছিল ক্রিকেট থেকে হয়তো সাময়িক অবসরে যাচ্ছেন দেশেসেরা এই অলরাউন্ডার!  

তবে রোববার সব জল্পনা-কল্পনা উড়িয়ে সাকিবকে রেখেই পাকিস্তান সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। পরে আজ (সোমবার) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানালেন চলতি বছরের সবগুলো টেস্টের জন্য এভেইলেবল থাকছেন সাকিব। 

সাকিব প্রসঙ্গে লিপু বলেন, ‘চলতি বছরের আট টেস্টের সবগুলোতেই এভেইলেবল সাকিব।’ 

চলতি বছরে হোম-অ্যাওয়ে মিলিয়ে মোট আটটি টেস্ট খেলবে বাংলাদেশ। যার মধ্যে ছয়টিই বিদেশের মাটিতে। আসছে পাকিস্তান সিরিজে খেলবে দুটি টেস্ট। পরে সেপ্টেম্বরে ভারতে মাটিতে খেলবে দুটি। দেশের মাটিতে এই সময়ের মধ্যে সূচি আছে দুটি টেস্টের। অক্টোবর-নভেম্বরে সেই ম্যাচ দুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে সাকিব-শান্তরা। এরপর নভেম্বরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। 

এদিকে পাঁচদিন এগিয়ে আজ (সোমবার) পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। সাকিব অবশ্য দলের সঙ্গে যাচ্ছেন না পাকিস্তানে। দুবাইয়ে এসে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেন।  

সম্পর্কিত খবর