চোটে স্টোকস, অনিশ্চিত শ্রীলঙ্কা সিরিজে

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:৩২ পিএম | ১২ আগস্ট, ২০২৪

হাঁটুর চোট লম্বা সময় ধরে ভুগিয়েছে বেন স্টোকসকে। চোট থেকে ফিরলেও পুরোপুরি অলরাউন্ড ছন্দ ফিরে পেতে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে নেন ইংলিশদের এই তারকা। তবে আরও একবার চোটে পড়লেন তিনি। দ্য হানড্রেডে গতকাল ব্যাটিংয়ের সময় চোট পেয়ে শেষ পর্যন্ত তাকে মাঠই ছাড়তে হয়।

দ্য হানড্রেডে স্টোকস ছিলেন নর্দার্ন সুপারচার্জার্সের দলে। সেখানে গত রাতে ব্যাটিংয়ের সময় দ্রুত সিঙ্গেল নেওয়ায় সময় টান খান স্টোকস। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। প্রতিপক্ষের দেওয়া ১৫৩ রানের লক্ষ্যে স্টোকস নেমেছিলেন ওপেনিংয়ে। পরে অবশ্য তার দল জিতেছে ৭ উইকেটে।

সামনেই ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। যার প্রথমটি শুরু ২১ আগস্ট। প্রাথমিকভাবে সেই টেস্ট মিস করার শঙ্কা হচ্ছিল অধিনায়ক স্টোকসকে ঘিরে। এখন শঙ্কাটা পুরো সিরিজ মিসের।

গত রাতের ম্যাচশেষে সুপারচার্জার্স দলের সাপোর্টিং স্টাফদের একজন গণমাধ্যমে বলেন, স্টোকসের হ্যামস্ট্রিং পর্যবেক্ষণ করা হচ্ছে। মঙ্গলবার আরও আপডেট জানানো যাবে।

তবে স্টোকসকে নিয়ে শঙ্কার বাণী শোনান সুপারচার্জার্সের অধিনায়ক হ্যারি ব্রুক। তিনি বলেন, চোটটা দেখে ভালো লাগেনি। দূর্ভাগ্যজনক। সোমবার তার স্ক্যান করানো হবে। দেখা যাক রিপোর্টে কি আসে।

 

খেলার দুনিয়া | ফলো করুন :