ইমন-জিশানের নৈপুণ্যে এইচপি দলের সংগ্রহ ১৬৬ রান 

ইমন-জিশানের নৈপুণ্যে এইচপি দলের সংগ্রহ ১৬৬ রান 

দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জিশান আলমের ব্যাটে চড়ে শুরুটা দারুণ পেয়েছিল বাংলাদেশ এইচপি দল। ৮ ওভার ২ বলেই বিনা উইকেটে দলীয় সংগ্রহে পৌঁছে রান ৭৩ রানে। তবে পরপর দুই বলেই ফেরেন এই দুই ওপেনার। মাঝে চাপ কিছুটা সামলে নেন পারভেজ হোসেন ইমন। তবে মিডল অর্ডাররা ছিলেন ব্যর্থ। এতে শেষ পর্যন্ত তাসমানিয়ার বিপক্ষে ৫ উইকেটে ১৬৬ রানের লড়াকু পুঁজি পেয়েছে আকবর আলীর দলটি। 

এর আগে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ৭৭ রানের বড় জয় টপ এন্ড টি-টোয়েন্টি সফর শুরু করে বাংলাদেশ এইচপি। সেই ধারা ধরে রেখে এই ম্যাচেও দারুণ ছন্দে এগোচ্ছে তারা। ইতিমধ্যে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লের ৬ ওভারেই ২ উইকেট হারিয়েছে তাসমানিয়া। যেখান এখন পর্যন্ত তাদের সংগ্রহ ৩৯ রান। 

এদিন টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তাসমানিয়ার অধিনায়ক টিম ওয়ার্ড। পরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতেই ৭৩ রান তোলেন তামিম ও জিশান। পরের নবম ওভারের পরপর দুই বলেই দুই ওপেনার ফিরলে কমে যায় রানের গতি। সেখানে ২৮ রান করেন ফেরেন তামিম এবং জিশান করেন ৩৮ রান। 

সেখান থেকে চাপ সামলে শেষ পর্যন্ত টিকে ছিলেন ইমন। ২৯ বলে অপরাজিত থাকেন ৩৯ রানে। এছাড়া অধিনায়ক আকবর করেন ২০ রান। এতেই শেষ পর্যন্ত ৫ উইকেটে লড়াকু পুঁজি পায় এইচপি দল। 


সম্পর্কিত খবর