সমর্থকদের কাছে দোয়া চেয়ে দেশ ছাড়ল বাংলাদেশ দল

সমর্থকদের কাছে দোয়া চেয়ে দেশ ছাড়ল বাংলাদেশ দল

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ সোমবার পাকিস্তানের পথে রওনা দিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিকেলের ফ্লাইটে দেশ ছাড়ল টাইগাররা। প্রথমে দুবাই হয়ে তাসকিন-লিটনরা প্রথমে যাবেন লাহোরে। সেখানে তিনদিনের অনুশীলন শেষে আগস্টের ২১ তারিখ রাওয়ালপিন্ডিতে মাঠে গড়াবে প্রথম টেস্ট।

আজ বিমানবন্দরে পুরো দলের সঙ্গে ছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদও। যদিও একটি মাত্র টেস্টেই মাঠে নামবেন তিনি। কাঁধের চোটের কারণে টেস্ট ফরম্যাট থেকে বিরতিতে ছিলেন এই পেসার। চলতি বছরে এখন পর্যন্ত সাদা পোশাকের কোনো ম্যাচেই খেলেননি তিনি।

দেশ ছাড়ার আগে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাসকিন বলেছেন, ‘অবশ্যই আমি এক্সাইটেড অনেকদিন পর টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে। সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। আপনারা কম বেশি জানেন যে আমার কাঁধের সমস্যা রয়েছে। এর জন্য টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলাম, যাতে করে আমার শোল্ডার ভালো থাকে।’

বড় লক্ষ্য নিয়েই পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল, এমনটা বলেন তাসকিন। তার বিশ্বাস দল এবার ভালো কিছু করে দেখাবে।

‘দেশকে যেন বড় টেস্ট সংস্করণে ম্যাচ জেতাতে পারি এটাই চাই। আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ আপনারাও দোয়া করেন। সবকিছু পরিবর্তন হয়েছে, আমাদের পারফরম্যান্সও যেন ভালো হয় এবং সবাইকে যেন একটু খুশি করতে পারি, ইনশাআল্লাহ দোয়া করবেন।’

আগস্টের ২১-২৫ তারিখে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে করাচি স্টেডিয়ামে, আগস্টের ৩০ তারিখ থেকে সেপ্টেম্বরের ৩ তারিখ পর্যন্ত।

সম্পর্কিত খবর