ডাচদের বিপাকে ফেলে দিয়েছে আফগানরা
কাগজে কলমে শেষ চারের আশা এখনো টিকে আছে দুই জয় পাওয়া নেদারল্যান্ডসের। একটি বেশি জয় নিয়ে আফগানিস্তানের সম্ভাবনা তো আরও বেশি। আজ দুই দল মুখোমুখি একে অপরের বিপক্ষে। ম্যাচটা তাই বেশ গুরুত্বই বহন করছে। তবে সে ম্যাচে আফগানদের বিপক্ষে ডাচদের শুরুটা ভালো হলো না। ১১৩ রান তুলতেই খুইয়ে বসেছে ৬ উইকেট।
টস জিতে নেদারল্যান্ডস নেয় ব্যাট করার সিদ্ধান্ত। তবে লক্ষ্ণৌতে তাদের সে সিদ্ধান্তটাকে ভুল মনে হচ্ছে ইনিংসের মাঝপথে এসে। ওয়েসলি বারেসিকে প্রথম ওভারেই খোয়ানোর পর ডাচরা সে ধাক্কাটা সামলে নিয়েছিল। ম্যাক্স ও'দাউদ আর কলিন অ্যাকারাম্যান মিলে গড়েন জুটি।
তবে তাদের ৭০ রানের বেশি যোগ করতে দেয়নি আফগানরা। রান আউটের কাটায় পড়েন ম্যাক্স। কিছু পরে অ্যাকারম্যানও ওই একইভাবে বিদায় নেন। ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডসও বিদায় নেন ওই রান আউট হয়েই!
এক ইনিংসে তিন রানআউট, তাও আবার টপ আর মিডল অর্ডার ব্যাটারদের। তাতে ব্যাটিং দলের আর করার কীইবা থাকে? ডাচ ইনিংসে এরপর ধস নামান আফগান বোলাররা। বাস ডি লিডেকে ফেরান মোহাম্মদ নবী, কিছু পর নুর আহমেদ সাজঘরের পথ দেখান সাকিব জুলফিকারকে। তাতেই ২৫ ওভার না যেতে ডাচরা পড়ে যায় অলআউটের শঙ্কায়।