আইসিসির মাসসেরা আটকিনসন ও আত্তাপাতু
প্রতিমাসের মতো এবার জুলাই মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করল আইসিসি। চলতি বছরের জুলাই মাসের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের পেসার গাস আটকিনসনের এবং মেয়েদের ক্রিকেটে সেরা হলেন শ্রীলঙ্কার এশিয়া কাপ জয়ী অধিনায়ক চামারি আত্তাপাত্তু। ভারতের স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মাকে ছাড়িয়ে এই পুরষ্কার জেতেন আত্তাপাত্তু। এদিকে আটকিনসন পেছনে ফেলেন ভারতের ওয়াশিংটন সুন্দর ও স্কটিশ পেসার চার্লি ক্যাসেলকে।
ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে টেস্টে অভিষেক হয়েছিল আটকিনসনের। ঐতিহাসিক লর্ডসের মাঠে সেই টেস্টে সবার আকর্ষণের মূলে ছিলেন মূলত কিংবদন্তি ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। কারণ এটিই ছিল তার বিদায়ী টেস্ট। তবে অভিষেকেই বাকিমাত করে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন আটকিনসন।
নিজের প্রথম টেস্টেই নিয়েছেন ১২ উইকেট শিকার করা নজির খুব বেশি নেই। এছাড়াও সিরিজের পরের দুই টেস্টে শিকার করেছেন আরও ১০ উইকেট। অভিষেকেই সিরিজসেরা পারফর্মের পর আইসিসির কাছ থেকে মাসসেরা হওয়ার খেতাব পাওয়াটা আশানুরূপই ছিল ২৬ বছর বয়সী এই পেসারের জন্য।
অপরদিকে মেয়েদের এশিয়া কাপের সবশেষ আসরে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি টুর্নামেন্ট সেরাও হন আত্তাপাত্তু। ইতিহাসে প্রথমবার এই শিরোপা ঘরে তুলে নিয়েছে লঙ্কান মেয়েরা, তাও আবার ভারতকে হারিয়ে। এই আসরে ৩০৪ রান ছাড়াও তিনটি উইকেট নিজের নামে করেছেন লঙ্কান অধিনায়ক। যার সুবাদে এবার জিতলেন আইসিসির মাস সেরার পুরস্কারটাও।
আত্তাপাত্তু এ নিয়ে তিনবার আইসিসির মাস সেরার খেতাব পেলেন। এদিকে আটকিনসনের জন্য ছিল এটিই প্রথম।