বাংলাদেশ এইচপি দলকে হারাল তাসমানিয়া টাইগার্স

বাংলাদেশ এইচপি দলকে হারাল তাসমানিয়া টাইগার্স

টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের শুরুটা জয় দিয়েই করেছিল বাংলাদেশের হাই পারফরম্যান্স (এইচপি) দল। তবে দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ হজম করতে হলো আকবর আলির দলকে। আজ তাসমানিয়া টাইগার্সের বিপক্ষে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ এইচপি দল।

এদিন টসে জিতে বাংলাদেশকে শুরুতে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। ব্যাট হাতে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার জিশান আলম ও তানজিদ হাসান তামিম। রানের গতিও ছিল বেশ। তবে নবম ওভারে পরপর দুই বলে সাজঘরে ফেরেন বাংলাদেশের দুই ব্যাটার। স্কোরবোর্ডে রান তখন নয় ওভার শেষে ৭৫।

এরপর দলের হাল ধরেন পারভেজ হোসেন ইমন। ইনিংসের শেষ পর্যন্ত ৩৯ রান অপরাজিত ছিলেন তিনি। তবে উইকেটের অপরপাশে কেউই আর নিজেদের ব্যক্তিগত রানের খাতা বড় করতে পারেননি। নির্ধারিত ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬৬ রান।

জবাব ব্যাট হাতে নড়বড়ে শুরু করে তাসমানিয়া। পাওয়ারপ্লে শেষে তাদের স্কোরবোর্ডে জমা হয় ৩৯ রান, উইকেট হারায় দুটি। তাসমানিয়ার হয়ে ব্যাট হাতে এদিন নিজের সেরাটাই যেন খেলেছেন জেক ডোরান।

৩৭ বলে অপরাজিত ৭১ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন ডোরান। তার ব্যাটে ভর করে ৩ বল বাকি থাকতেই লক্ষ্য টপকে যায় তাসমানিয়া।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ এইচপিঃ ১৬৬/৫ (২০ ওভার); ইমন ৩৯*, জিশান ৩৮; বেল ২-২৫, নিভেথান ১-১০

তাসমানিয়া টাইগার্সঃ ১৬৭/৫ (১৯.৩ ওভার); ডোরান ৭১*, ডেভিস ৩০; রাকিবুল ২-২৫, রনি ১-৩০

ফলাফলঃ তাসমানিয়া টাইগার্স ৫ উইকেটে জয়ী

ম্যাচসেরাঃ জেক ডোরান

সম্পর্কিত খবর