চোটে পড়ে ‘দ্য হানড্রেড’ থেকে ছিটকে গেলেন রশিদ
আফগানিস্তানের তারকা অলরাউন্দার রশিদ খান। ব্যাট ও বল দুটোতেই সমান পারদর্শী এই তারকা ক্রিকেটার। বর্তমানে খেলছিলেন ‘দ্য হানড্রেড’ নামক টুর্নামেন্টে। চোটে পড়ে এবারের আসরে আর মাঠে নামা হবে না তার।
ট্রেন্ট রকার্সের হয়ে এবার খেলছিলেন এই আফগান অলরাউন্ডার। তার অভাব বেশ ভালোই বোধ করবে দলটি। তবে রশিদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন অজি আলরাউন্ডার ক্রিস গ্রিন। স্পিন বোলিং এবং লোয়ার অর্ডারে ঝোড়ো ব্যাটিংয়ের জন্য গ্রিনের বেশ সুনাম রয়েছে।
দ্য হানড্রেডে রকার্সের হয়ে পাঁচ ম্যাচে মাঠে নেমেছিলেন রশিদ। যেখানে তার ব্যাট থেকে মোট এসেছে ৪৪ রান। বল হাতে শিকার করেছিলেন ৯ উইকেট। চোটের কারণে ছন্দে থাকা রশিদের এবারের আসর এখানেই শেষ হয়ে গেল বলে নিশ্চিত করেছে দলের ম্যানেজমেন্ট।