বুমরাহর পরিবর্তে বাংলাদেশ সিরিজে সুযোগ পেতে পারেন যারা

বুমরাহর পরিবর্তে বাংলাদেশ সিরিজে সুযোগ পেতে পারেন যারা

বর্তমান সময়ের সেরা পেসারের নাম নিতে বললে যেকোনো ক্রিকেটপ্রেমীর মাথায় প্রথমেই যে নামটি আসবে সেটি হচ্ছে জসপ্রিত বুমরাহ। ডেথ ওভার হোক কিংবা পাওয়ার প্লেতে রান চেক দেওয়া হোক, ইনিংসের যেকোনো পরিস্থিতিই নিজের পক্ষে রাখার অসীম ক্ষমতা আছে ৩০ বছর বয়সী এই ভারতীয় বোলারের।

তবে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে বুমরাহর খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। লঙ্কানদের বিপক্ষে ভারতের দুই ম্যাচ টেস্ট সিরিজটি শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর।
টেস্ট ক্রিকেটের আসন্ন ব্যস্ত সময়সূচী বিবেচনায় বুমরাহর বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম দুটি টেস্ট ম্যাচে না খেলার সম্ভাবনা আছে। টানা ম্যাচ খেলার পর চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই তিনি বিশ্রামে আছেন।

বাংলাদেশের বিপক্ষে বুমরাহকে বিশ্রাম দেওয়া হলে তার পরিবর্তে ভারতীয় শিবিরে সুযোগ পেতে পারেন আরও তিনজন পেসার। এই তরুণদের মধ্যে যেকেউই এই সুযোগটি কাজে লাগাতে চাইবে।

এই তালিকায় প্রথমেই আছেন সম্প্রতি নজর কাড়া আর্শদীপ সিং। গৌতম গম্ভীরের পরিকল্পনার অংশ হিসেবে ভালোভাবেই আছে এই তরুণের নাম। যদিও বোর্ডের তরফ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু এখনো জানানো হয়নি।

বুমরাহ না খেললে তার পরিবর্তে জায়গা হতে পারে মুকেশ কুমারের। ডানহাতি এই মিডিয়াম পেসারকে সর্বশেষ টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে দেখা গিয়েছিল। লাল বলের ক্রিকেটে তার গুরুত্ব স্বীকার করে একাধিক সূত্র তাকেই খেলানোতে সমর্থন করছে।

সবশেষ যার নাম তালিকায় আছে তিনি হলেন আকাশ দীপ। ডানহাতি এই ফাস্ট বোলার তার প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচে রাচিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে ৪.৩৬ ইকোনমিতে বল করে ৩টি উইকেট নিয়েছিলেন এই তরুণ।

সম্পর্কিত খবর