২০২৮ অলিম্পিকের অপেক্ষায় ক্রিকেট
দীর্ঘ ১২৮ বছরের অপেক্ষা ঘুচে যাচ্ছে অবশেষে। অলিম্পিকে ক্রিকেট যুক্ত হয়ে গেছে, এখন অপেক্ষা মাঠের খেলার। ২০২৮ সালে লস এঞ্জেলসে অনুষ্ঠেয় অলিম্পিকের ক্ষণগননার অনেক বাকি এখনও। তবে ক্রিকেট দিন গুনতে শুরু করে দিয়েছে ইতোমধ্যেই।
বিষয়টা পরিষ্কার ভারতীয় নারী ক্রিকেটার জেমিমা রদ্রিগেজের ইনস্টাগ্রাম পোস্টে। তিনি তার রোমাঞ্চটা লুকালেন না সেখানে। বললেন, ‘ভারতের জার্সি গায়ে চড়িয়ে অলিম্পিকের মঞ্চে ক্রিকেট খেলতে তর সইছে না আমার।’
আগামী অলিম্পিকে ৫টি বাড়তি খেলা যোগ হচ্ছে। তার মধ্যে ক্রিকেট একটা। এই খেলার ক্ষুদ্রতম স্বীকৃত ফরম্যাটটাই খেলা হবে সেখানে, টুর্নামেন্টটা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং সম্প্রতি আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অলিম্পিকে ক্রিকেট সম্পর্কে নিজের মত দিলেন। তিনি মনে করেন, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে ক্রিকেটের অন্তর্ভূক্তি ক্রিকেটের প্রসারে দারুণ সহায়তা করবে। তিনি বলেন, ‘আমাদের খেলার জন্য বিষয়টা স্রেফ ইতিবাচকই হবে।’