দাবি পাপনদের পদত্যাগ, মিরপুরে বিক্ষোভ

দাবি পাপনদের পদত্যাগ, মিরপুরে বিক্ষোভ

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ক্রীড়াঙ্গনেও পড়েছে তার প্রভাব। সে সরকারের সংসদ সদস্য, মন্ত্রীদের অনেকেই দেশে নেই। পদত্যাগও করেছেন অনেকে। কর্তাব্যক্তিদের পদত্যাগের দাবীতে গেল রোববার বাফুফে ভবনের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ ফুটবল আলট্রাস নামের একটি সংগঠন। 

এবার মিরপুরেও দেখা গেল তার অনুরূপ এক বিক্ষোভ সমাবেশ। বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে আজ সকাল থেকে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিক্ষোভে ফেটে পড়েছেন সংগঠক, সাবেক ক্রীড়াবিদরা। 

‘বিসিবিকে দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করার এটাই সময়। বাংলাদেশ ক্রিকেট আজ কোথায়? জবাব চাই।’ – লেখা একটি ব্যানার নিয়ে হোম অফ ক্রিকেটের সামনে বিক্ষোভ হচ্ছে। সে বিক্ষোভে অবশ্য ব্যানার এই একটাই নয়। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, পরিচালক খালেদ মাহমুদ সুজনদের পদত্যাগের দাবি করা হচ্ছে সেখানে। 

সঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক, বিসিবির পরিচালক ওবেদ রশীদ নিজাম প্রমুখ কর্তাব্যক্তিদের পদত্যাগ দাবি করে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে হোম অফ ক্রিকেটের গেট।

জনরোষের মুখে পড়ে গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপরদিন সংসদ বিলুপ্ত করেন রাষ্ট্রপতি। সঙ্গে সঙ্গে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কিশোরগঞ্জ-৬ আসনের এমপি পদ ও ক্রীড়া মন্ত্রীর পদ বাতিল হয়ে যায়। এবার দাবি উঠেছে তার বোর্ড সভাপতির পদ ছেড়ে দেওয়ারও।

সম্পর্কিত খবর