১২৮৪৪ কোটি টাকায় ব্রাজিলিয়ান তারকাকে চায় সৌদির ক্লাব

  • নিউজরুম এডিটর
  • ০৪:০৯ পিএম | ১৩ আগস্ট, ২০২৪

বর্তমান সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ডদের মধ্যে একজন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের হয়ে গেল মৌসুমটাও দারুণ পার করেছেন তিনি। সবশেষ লা লিগা এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা তুলে ধরেছে তার ক্লাব। ক্লাবের হয়ে আছেন দুর্দান্ত ফর্মেও।

ক্যারিয়ারের তুঙ্গে থাকা ভিনিকে এবার হাতছানি দিচ্ছে নতুন এক ইতিহাস। সৌদির ক্লাব আল আহলি ভিনির জন্য নিয়ে এসেছে বিশাল এক প্রস্তাব। ১২৮৪৪ কোটি টাকার বিনিময়ে তাকে দলে ভেড়াতে চায় সৌদির ক্লাবটি।

ভিনিসিয়ুস এই প্রস্তাবে রাজি হলে শুধু যে আর্থিকভাবে ব্যাপক লাভবান হবেন তা নয়, বরং একাধিক আর্থিক এবং সামাজিক প্রস্তাবাদি যোগ হবে এই তালিকায়। ২০৩৪ বিশ্বকাপে সৌদি লীগের দূত হতে পারবেন তিনি। এমনকি সৌদি আরবে থাকার নিশ্চয়তাও পাবেন এই তারকা ফরোয়ার্ড।

২০৩৪ বিশ্বকাপটা আয়োজিত হবে সৌদি আরবের মাটিতে। বিশ্বকাপ আসরের আগে নিজেদের আধিপত্য ও ভাবমূর্তি আরও বাড়িয়ে নেওয়ার মিশনেই যেন নেমেছে সৌদি। শেষ এক বছরে ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, এনগোলো কন্তে, রবার্তো ফিরমিনো, করিম বেনজেমা, রিয়াদ মাহরেজদের মতো তারকাকে সৌদির ক্লাবগুলোতে কিনে আনা হয়েছে।

খেলার দুনিয়া | ফলো করুন :