প্রথম দিনেই অলআউট বাংলাদেশ-এ দল
পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম চারদিনের টেস্ট ম্যাচে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ-এ দল। যেখানে শুরুতে ব্যাটিং করে প্রথম দিনেই সবকটি উইকেট হারাল বাংলাদেশ, তাদের স্কোরবোর্ডে জমা হয়েছে কেবল ১২২ রান।
বৃষ্টির কারণে এদিন নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। লাঞ্চ ব্রেকের পর মাঠে গড়ায় ম্যাচ। বাংলাদেশ-এ দলের দলীয় সংগ্রহ দেখেই বলা যায় যে তাদের ব্যাটিংটা একদমই আশানুরূপ হয়নি। ব্যাট হাতে শুরু থেকেই নড়বড়ে ছিল সফরকারীরা।
দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৫ রান এসেছে মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে। অধিনায়ক এনামুল হক বিজয় সাজঘরে ফেরত গেছেন মাত্র ৭ রানে। এছাড়া অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মুমিনুল হকরাও ব্যাট হাতে এদিন ছিলেন নিষ্প্রভ।
মাত্র ৪৪.৩ ওভারেই বাংলাদেশের সবকটি উইকেট শিকার করে পাকিস্তান শাহিনসের বোলাররা। ৩টি করে উইকেট পেয়েছেন নাসিম শাহ ও মীর হামজা।
দিনের শেষদিকে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট হাতে নামে স্বাগতিকরা। দুই ওভার শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ২ রান। ১২০ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল পাকিস্তান শাহিনস।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ এঃ ১২২/১০ (৪৪.৩ ওভার); জয় ৬৫, মুশফিকুর ১৪; নাসিম ৩-২৪, হামজা ৩-৩৩
পাকিস্তান শাহিনসঃ ২/০ (২ ওভার); সাইম ২*, হুরায়রা ০*; হাসান ০-২, তানজিম ০-০