বাংলাদেশের বিপক্ষে যেমন হতে পারে পাকিস্তান একাদশ
ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২১ আগস্ট মাঠে নামবে পাকিস্তান। স্বাগতিক হিসেবে অনেকেই এগিয়ে রাখছেন পাকিস্তানকে। তবে পাকিস্তানের অধিনায়ক নিজেই বলেছেন যে, বাংলাদেশকে সহজভাবে নেওয়ার কিছু নেই। কারণ টাইগাররা যথেষ্ট অভিজ্ঞ খেলোয়াড় নিয়েই খেলতে নামবে।
বাংলাদেশকে হারাতে নিজেদের সেরাটা নিয়েই মাঠে নামতে চাইবে স্বাগতিকরা। ইতিমধ্যে ক্রিকেট বিশ্লেষকরা নিজেদের মতো করে পাকিস্তানের সম্ভাব্য একাদশ সম্পর্কে বলেছেন।
অধিনায়ক শান মাসুদের সঙ্গে টপ অর্ডারে থাকতে পারেন আবদুল্লাহ শফিক, বাবর আজম ও সহ-অধিনায়ক সৌদ শাকিল। তরুণ ব্যাটার শফিক একাধিক বার পাকিস্তানের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ভূমিকা পালন করেছেন। তার সঙ্গী হিসেবে আছেন আরেক ওপেনার অভিজ্ঞ বাবর আজম।
বড় রান করতে সৌদ এর আগেও অবদান রেখেছেন। দল আশাবাদী এবারও নিজের সেরাটাই মাঠে দিবেন এই তরুণ। মিডল অর্ডারে দেখা যেতে পারে অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে। তার সঙ্গী হবেন আঘা সালমান। ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই তিনি কার্যকরী হতে পারেন।
লোয়ার অর্ডার অথবা বোলিং বিভাগে দেখা যেতে পারে এক স্পিনার এবং চার ফাস্ট বোলারকে। পেসার হিসেবে নিজেদের দিনে শাহিন আফ্রিদি ও নাসিম শাহ কি করতে পারেন তা সবারই জানা। এছাড়াও থাকবেন বাঁহাতি পেসার মীর হামজা। তার বোলিং ভ্যারিয়েশনে নাস্তানাবুদ হতে পারেন বাংলাদেশের ব্যাটাররা।
এছাড়া দলে থাকবেন তরুণ লেগ স্পিনার আবরার আহমেদ। তার বোলিং ঘূর্ণিতে কুপোকাত হওয়ার নজির এর আগেও দেখা গেছে। সবশেষে বোলিং অলরাউনন্ডার কামরান ঘুলাম থাকতে পারেন একাদশে।
চলতি মাসে ২১-২৫ তারিখ রাওয়ালপিন্ডিতে হবে সিইরজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে করাচির মাঠে, আগস্টের ৩০ থেকে সেপ্টেম্বরের ৩ তারিখ পর্যন্ত।
পাকিস্তানের সম্ভাব্য একাদশঃ
আবদুল্লাহ শফিক, বাবর আজম, শান মাসুদের (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আঘা সালমান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ এবং কামরান ঘুলাম।