লিগস কাপ থেকে বাদ মেসি হীন মায়ামি

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১০:০৪ এএম | ১৪ আগস্ট, ২০২৪

ইন্টার মায়ামি বহু দিন ধরেই খেলছে লিওনেল মেসিকে ছাড়াই। কোপা আমেরিকার ফাইনালের পর থেকেই তিনি মাঠের বাইরে আছেন অ্যাঙ্কেলের চোট নিয়ে। তার দল অবশ্য পারফর্ম করেই যাচ্ছিল। 

তবে সেটা আজকের আগ পর্যন্ত। আজ লিগস কাপের শেষ ষোলয় মায়ামি হেরে গেছে কলম্বাস ক্র্যুর বিপক্ষে। ৩-২ গোলের এই হারের ফলে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে দলটা। 

কলম্বাসের মাঠে আজ লিগস কাপের বর্তমান চ্যাম্পিয়নরা শুরু করেছিল দারুণভাবেই। এক ঘণ্টা পরও তাদের হাতে ২ গোলের লিড ছিল। তবে শেষমেশ তা ধরে রাখতে পারেননি লুইস সুয়ারেজরা। 

মায়ামিকে ১০ মিনিটে এগিয়ে দিয়েছিলেন মাতিয়াস রোহাস। দিয়েগো গোমেজের বাড়ানো বল থেকে তিনি করেন গোলটা। 

প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি মায়ামি। পেল দ্বিতীয়ার্ধে, ৬২ মিনিটে গোলটা করলেন দিয়েগো গোমেজ। তখন মনে হচ্ছিল শেষ আটে বুঝি এক পা দিয়েই ফেলেছেন সুয়ারেজরা। 

তবে স্বাগতিকরা জবাব দিল ৫ মিনিট পরই। ক্রিশ্চিয়ান রামিরেজের গোলে ম্যাচে ফেরে কলম্বাস। ৬৯ মিনিটে সমতা ফিরিয়ে বসে দলটা। কুচো এর্নান্দেজের বাড়ানো বল থেকে গোল করে বসেন দিয়েগো রসি। মিনিট দশেক পর তিনিই করেন কলম্বাসের জয়সূচক গোলটা। 

রসির দ্বিতীয় গোলের জবাব আর দিতে পারেনি মায়ামি। যার ফলে গেল বারের চ্যাম্পিয়নরা এবার বিদায় নেয় শেষ ষোল থেকেই।

খেলার দুনিয়া | ফলো করুন :