সুপার কাপ ছাপিয়ে স্পটলাইট এমবাপের ওপর

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১০:৫৩ এএম | ১৪ আগস্ট, ২০২৪

উয়েফা সুপার কাপের ম্যাচে আজ রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে আতালান্তার। বহুল আকাঙ্ক্ষিত একটা দৃশ্যে দেখা আজই মিলে যেতে পারে। কিলিয়ান এমবাপে আজই রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে অভিষিক্ত হয়ে যেতে পারেন। তবে এই বিষয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি এখনও মুখে কুলুপ এঁটে বসে আছেন। 

২৫ বছর বয়সী এমবাপে গেল সপ্তাহে স্প্যানিশ রাজধানীতে পা রেখেছেন। দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। দীর্ঘ এক ট্রান্সফার নাটকীয়তা শেষে তিনি ৫ বছরের চুক্তি সই করেছেন মাদ্রিদের সঙ্গে। 

তার সম্পর্কে রিয়াল কোচের ভাষ্য, ‘এমবাপে ভালোভাবেই এসে পৌঁছেছে। আর সব খেলোয়াড়ের মতোই সে গেল সপ্তাহে যোগ দিয়েছে।’

‘আমাদের খুব বেশি সময় ছিল না অনুশীলনের। তবে আমরা বেশ ভালো কাজ করছি। কিলিয়ানও বেশ ভালো ছন্দ নিয়ে এসেছে। সে মানিয়ে নিচ্ছে আমাদের সঙ্গে। এখানে যারা আছে, কাল তাদের সবারই খেলার সম্ভাবনা আছে।’

এমবাপে খেলছেন, এটা মোটামুটি নিশ্চিত। কিন্তু তিনি কি প্রথম একাদশে থাকবেন? নাকি শেষে নামবেন? তা পরিষ্কার করেননি আনচেলত্তি।

রিয়াল কোচের কথা জানালেন, ‘এমবাপে একজন পেনাল্টি টেকার। সে কাজটা খুব ভালো করে। তবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বেলিংহ্যাম কাজটা ভালোভাবে করেছে, কোপা আমেরিকায় ফেদেরিকো ভালভার্দেও ভালো করেছে। আমাদের অনেক পেনাল্টি টেকার আচে। কালকের ম্যাচের জন্য আমাকে তাদের মধ্য থেকে একজনকে বেছে নিতে হবে। অবশ্যই কে খেলাটা শুরু করবে, তা আমি বেছে নেব দ্রুতই।’

খেলার দুনিয়া | ফলো করুন :